মেলবোর্ন: চিরপ্রতিদ্বন্দ্বী ২ দেশের লড়াই। ২২ গজে ভারত-পাক দ্বৈরথ মানেই বাড়িত অ্যাড্রিনালিন ক্ষরণ হয়। এশিয়া কাপের পর একই বছরে আরও এক মেগা ইভেন্টে ২ দেশ মুখোমুখি। ক্রিকেটাররা ছাড়াও সমর্থকদের মধ্যেও আলাদা এক উত্তেজনা তৈরি হয় এই ম্যাচের সময়। স্টেডিয়ামে দর্শকদের চিৎকারে কান পাতা দায়। এদিন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে টসের সময় সেই আবেগের বহিঃস্ফুরণ দেখা গেল রোহিত শর্মার চোখে-মুখে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। তাও আবার ভারতের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে প্রথমবার এত বড় মেগা ইভেন্টে নামলেন। নিজেই জানিয়েছিলেন সাংবাদিক বৈঠকে যে এই ম্যাচের উত্তাপ আলাদা মাত্রা বহন করে। খেলার আগে সারিবদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিলেন। জাতীয় সঙ্গীত গাইতে গাইতে চোখ-মুখ কুঁচকে ওঠেন হিটম্য়ান। গোটা স্টেডিয়ামের ক্রিকেট সমর্থকদের চিৎকার, মাঠের আবহ যেন উপভোগ করার চেষ্টা করছিলেন তিনি।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের (IND vs Pak) বিরুদ্ধে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। মেলবোর্নের আকাশে কালো মেঘের ঘনঘটা। যে দল টস জিতবে তারাই যে ফিল্ডিং নেবে তা আগে থেকেই নিশ্চিত ছিল। সেই মতই টস জয়ের সঙ্গে সঙ্গেই প্রথমে বোলারদের ঘাড়ে দায়িত্ব বর্তে দিলেন হিটম্যান। তিন সিমার ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও অর্শদীপ সিংহকে একাদশে নিয়েছে ভারতীয় দল। সাত ব্যাটারকে প্রথম ম্যাচে খেলানো হচ্ছে। পন্থ নয়, উইকেটের পেছনে দীনেশ কার্তিককে দেখা যাবে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পাণ্ড্য। একমাত্র স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হচ্ছে। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) এই পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে লজ্জার হার। টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team)। আজ ফের একবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। বিরাট বনাম শাদাব, রোহিত বনাম শাহিনের মত টুকরো টুকরো অনেকগুলো ডুয়েলের অপেক্ষা থাকবে।

 ঠিক এক বছর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল। সেদিন রোহিত শর্মাকে লেগবিফোর করে আউট করে শুরুতেই ভারতীয় শিবিরে ধাক্কা দিয়েছিলেন শাহিন আফ্রিদি। ওপেনে রোহিত এদিনও নামবেন। অন্যদিকে নতুন বলে শাহিন আফ্রিদিকে দেখা যাবে ফের। আজ কে বাজিমাত করেন তা দেখার।