নয়া দিল্লি: মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে (Pakistan) হারাল ভারত (India)। ভারতের জয়ের প্রধান কারিগর পূজা এবং স্নেহ রানা। দু জনে ১২২ রানের পার্টনারশিপ গড়েন। পাশাপাশি দলের জয়ে বড় অবদান রাখলেন স্মৃতি মন্ধনা (Smriti Mandana) ও রাজেশ্বরী গায়েক (Rajeshwari gayakwad)।
স্মৃতি (Smriti Mandana) ব্যাট হাতে তুললেন ৫২ রান। বল হাতে ৩১ রানেই ৪ উইকেট নিলেন রাজেশ্বরী (Rajeshwari gayakwad)। পাকিস্তানকে ১০৭ রানে হারাল ভারত (India)। সেই সঙ্গে প্রথম ম্যাচেই মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা প্রমাণ করে দিলেন তাঁরাও ট্রফি জয়ের অন্যতম দাবিদার।
প্রথমে রান করে ভারতের ঝুলিতে আসে ২৪৪/৭ জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এই ম্যাচে অনবদ্য এক রেকর্ড গড়লেন বাংলার ক্রিকেটর রিচা ঘোষ। ১৮ বছরের রিচাই এটাই ছিল প্রথম ম্যাচ। সেই ম্যাচেই ৫টি শিকার ধরলেন রিচা। বিশ্বকাপে অভিষেক ম্যাচে এটিই কোনও উইকেট কিপারের সর্বোচ্চ সংখ্যক শিকার।
ব্যাট হাতে ভারতকে উদ্ধার করেন পূজা ও স্নেহ। একটা সময়ে ১১৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেখান থেকে সপ্তম উইকেটে মাত্র ১৯৭ বলে ১২২ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন দু-জনে। পূজা ৫৯ বলে ৫৭ রান তোলেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। ভারতীয় ইনিংসের শেষ ওভারে ফতিমা সানার বলে তিনি ফিরলেও টলানো যায়নি স্নেহকে। শেষ পর্যন্ত ৪৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন স্নেহ।
ভারত শুরুতেই শেফালি বর্মার (০) উইকেট হারালেও স্মৃতি (৫২) এবং দীপ্তি শর্মা (৫৭ বলে ৪০ রান) ইনিংসের হাল ধরেন। তবে এর পর মাত্র ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে পুজা ও স্নেহ মিলিয়ে ভারতীয় ইনিংসকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। পাকিস্তান এই নিয়ে বিশ্বকাপে টানা ১৫ ম্যাচ হারল