নয়াদিল্লি: শেষ হতে চলেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন (Five States Assembly Elections)। আর তার পরই ফের বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম (Fuel Price Rise)। আর তার পরই ফের বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম। একটাকা, দু’টাকা নয়, ১৬ মার্চের আগে লিটারে ১২টাকা বাড়ানো হতে পারে জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারের তেলের দাম বাড়লেও, বিধানসভা নির্বাচনের আগে গত বছর ৪ নভেম্বর থেকে তেলের দাম বাড়েনি। তাই ব্যবসায়ীদের পুষিয়ে দিতে আগামী সপ্তাহেই একধাক্কায় ১২ টাকা দাম বাড়ানো হতে পারে।
দিল্লি সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম অনুসারেই দেশে দর ঠিক হয়। বিগত দু’মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে গত বৃহস্পতিবার ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে হয় ১২০ ডলার। তা-ও ভোটের কথা মাথায় রেখে দেশীয় বাজারে দাম বাড়ানো হয়নি। কিন্তু তাতে ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়েছে। তা পুষিয়ে দিতে অন্তত লিটারে ১৫ টাকা ১০ পয়সা দাম বাড়ানোর প্রয়োজন। কিন্তু সরকার আপাতত লিটারে ১২টাকা ১০ পয়সা দাম বাড়ানো নিয়ে চিন্তা-ভাবনা করছে।
আরও পড়ুন: Share Market Tips: বাজারে আতঙ্ক ! সোমবারই কি সেই দিন ? ১৬,০০০ নিচে নামবে সূচক
বর্তমানে অপরিশোধিত তেলের ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে ভারত। ভারত যে তেল কেনে, গত ৩ মার্চ ব্যারেল প্রতি তার দাম গিয়ে ঠেকে ১১৭.৩৯ ডলার। তাই সোমবার উত্তরপ্রদেশে শেষ দফার ভোট পড়লেই তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে। তার পর যত সময় যাবে, ধাপে ধাপে দাম বাড়াতে পারবে তেল সংস্থাগুলি। কিন্তু তেলের দাম বৃদ্ধি পেলে, তার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতিও বাড়বে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আগামী ১৪ মার্চ সংসদের অধিবেশনে তেলের উপর থেকে কর ছাঁটাই নিয়ে সরকারের উপর চাপ তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন বিরোধীরা।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে এমনিতেই তেলের সঙ্কট দেখা দিয়েছে বিশ্ববাজারে। তেলের পাসাপাশি। গম, সয়াবিন, সার, তামা, ইস্পাত, অ্যালুমিনিয়ামের দামও আকাশ ছুঁতে চলেছে। এমন পরিস্থিতিতে তেল সংস্থাগুলি কেন্দ্রকে নিজেদের দাবি-দাওয়া জানিয়ে দিয়েছে। সেই অনুযায়ী আগামী সপ্তাহ থেকেই ফের পেট্রল-ডিজেল কিনতে গিয়ে হাত পুড়তে পারে আম জনতার।