জোহানেসবার্গ: ১৯ নভেম্বর, বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল। ভারতবর্ষের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের কাছে স্বপ্নভঙ্গের রাত। যেদিন আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় হজম করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে (Team India)।


তার প্রায় এক মাস পরে, ১৭ ডিসেম্বর ফের ওয়ান ডে ক্রিকেটে নামছে ভারতীয় দল। মাঝে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ অমীমাংসিতভাবে শেষ করেছে। কিন্তু বিশ্বকাপের পর থেকে আর ওয়ান ডে খেলেনি। রবিবার জোহানেসবার্গে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। এই সিরিজে নতুন চেহারার দল নিয়ে নামছে ভারত। রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, যশপ্রীত বুমরা থেকে শুরু করে বিশ্বকাপের সেরা বোলার মহম্মদ শামি - কাউকেই এই সিরিজে দেখা যাবে না ভারতের জার্সিতে। টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন কে এল রাহুল (KL Rahul)। যিনি সাফ জানিয়ে দিচ্ছেন, ওয়ান ডে নয়, এই মুহূর্তে ভারতীয় শিবিরের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্যাট।


কেন? আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ যে! যে টুর্নামেন্টের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে দলগুলি। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রাহুল বলেছেন, 'ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ কী, এখন সেটা নিয়ে আলোচনা করার সময় নয়। এখন সমস্ত মনঃসংযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যা দরজায় কড়া নাড়ছে। আর সেই টুর্নামেন্টের আগে ভারতীয় দল খুব বেশি ম্যাচ খেলবে না।'


ওয়ান ডে বিশ্বকাপে রোহিত-কোহলিরা যেরকম দায়িত্ব নিয়ে খেলেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সেই ভূমিকায় কাদের দেখা যাবে? রাহুল বলছেন, 'আমরা কখনও কোনও তরুণের কাছ থেকে আশা করতে পারি না যে, সে মাঠে নেমে রোহিত বা কোহলি বিশ্বকাপে যেটা করেছে সেটা করতে শুরু করে দেবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটা। ওদেরও সময় দিতে হবে মানিয়ে নেওয়ার। আমার দিক থেকে তরুণদের ওপর কোনও চাপ থাকবে না, সেটা বলে দিতে পারি।'


আরও পড়ুন: জাতীয় দলে খেলেননি, অথচ পাঁচ তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আইপিএলের নিলামে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে