পার্ল: টেস্ট সিরিজের ধারাবাহিকতা ধরে রাখল দক্ষিণ আফ্রিকা। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিল তারা। ৩১ রানে পার্লে হওয়া প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল তেম্বা বাভুমার দল। অধিনায়কোচিত শতরান হাঁকালেন বাভুমা। অপরাজিত সেঞ্চুরি ভ্যান ডার ডুসেনের। তিনিই ম্যাচের সেরাও হন। ২ জনের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯৬ বোর্ডে তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। 


২৯৭ রান তাড়া করতে নেমে এদিন ওপেনিংয়ে ব্যর্থ হলেন অধিনায়ক কে এল রাহুল। ক্যাপ্টেন্সিতে অভিষেক করেছিলেন ওয়ান ডে ফর্ম্যাটে। কিন্তু ব্যাট হাতে রান পেলেন না। এইডেন মার্করামের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি মাত্র ১২ রান করে। তবে ধবন ৭৯ রানের ইনিংস খেললেন। এই সিরিজ ধবনের কাছে অগ্নিপরীক্ষা। আর সেই পরীক্ষার প্রথম ম্যাচেই সফল বাঁহাতি তারকা ওপেনার। এদিকে নেতৃত্ব হারালেও ব্যাটার বিরাটের যে ঝাঁঝ একটুও কমেনি তার আঁচও পাওয়া গেল। তিনি ৫১ রানের ইনিংস খেলেন। তবে অর্ধশতরানের পরই আউট হল ২ জন। এই ২ জন ফেরার পর সেভাবে কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি। শ্রেয়স ১৭, ঋষভ ১৬ রান করেন। অভিষেক হওয়া ভেঙ্কটেশ আইয়ার ২ রান করেই ফেরেন। শেষদিকে শার্দূল ঠাকুর অপরাজিত ৫০ রান করলেও ম্যাচ বাঁচাতে পারেননি। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানই বোর্ডে তুলতে পারে ভারত। 


এর আগে, এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ওপেনিংয়ে নেমেছিলেন জানেমান মালান ও ডি কক। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রান করে ফিরে যান মালান। তাঁকে ফিরিয়ে দেন বুমরা। এরপর বাভুমা এসে ডি ককের সঙ্গে স্কোর বোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অশ্বিনের বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ডি কক। মাত্র ৪ রান করে ভেঙ্কটেশ আইয়ারের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে ফিরে যান মার্করাম। মাত্র ৬৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা। এরপর ক্রিজে আসেন ডুসেন। বাভুমা ও ডুসেন মিলে দলকে এগিয় নিয়ে যেতে থাকেন। ২ জনে মিলে বোর্ডে ২০৪ রান যোগ করেন। বাভুমা ১১০ ও ভ্যান ডার ডুসেন অপরাজিত ১২৯ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান বোর্ডে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।