ধর্মশালা: ভারত সফরে প্রথমে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।সিরিজ শুরুর আগে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার বললেন, তাঁরা জিততেই এসেছেন। তরুণ ব্রিগেড চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।
মিলার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্লেয়ারদের সবসময়ই দায়িত্ব নিতে হয়। এক্ষেত্রে কোনও প্লেয়ার কতটা অভিজ্ঞ তা মাথায় রাখলে চলে না। আমি বলতে চাইছি যে, আমি দীর্ঘদিন ধরে খেলছি এবং আরও বেশি কিছু করার দিকে তাকিয়ে রয়েছি। আমাদের দল খুবই তরুণ এবং তারাও চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে রয়েছে। এটা পা রাখার একটি সুযোগ। আমরা এখানে জিততে এসেছি এবং ছাপ রেখে যেতে চাইছি।
গত বিশ্বকাপটা একেবারেই নিরাশাজনক ছিল দক্ষিণ আফ্রিকার। সপ্তম স্থানে থেকে তাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল। নয়টি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছিল। টুর্নামেন্টের পর দল ঢেলে সাজানো হয়েছে। মিলার বলছেন, দলের স্পিরিট এখন খুব ভালো জায়গায় রয়েছে। সিরিজের আগে ভালো প্রস্তুতি নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
মিলার বলেছেন, বিশ্বকাপে আমরা বেশ কয়েকটি ভুল করেছিলাম। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের নতুন পর্ব। গত ১০ দিন আমরা কঠোর অনুশীলন করেছি। প্রত্যেকেই ম্যাচে নেমে নিজেদের পরীক্ষা দিতে আগ্রহী। এজন্যই বলছি যে, আমরা এখানে জিততে এসেছি।
টি ২০ ম্যাচে প্রোটিয়া দলের নেতা কুইন্টন ডি কক। মিলার অধিনায়কের প্রশংসা করে বলেছেন, ডি কক চিন্তাশীল ক্রিকেটার। তিনি বলেছেন, কুইন্টন বেশ কয়েক বছর ধরে খেলছে। ওর মস্তিষ্ক খুবই উর্বর। ওর নেতৃত্বে খেলার অভিজ্ঞতা খুবই ভালো।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
আমরা জিততে এসেছি, প্রথম টি ২০ ম্যাচের আগে বললেন মিলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2019 06:08 PM (IST)
ভারত সফরে প্রথমে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।সিরিজ শুরুর আগে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার বললেন, তাঁরা জিততেই এসেছেন। তরুণ ব্রিগেড চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -