বিশাখাপত্তনম টেস্টে চালকের আসনে কোহলি ব্রিগেড, ভারতের ৫০২ রানের জবাবে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2019 01:58 PM (IST)
রোহিত আউট হওয়ার পর চেতেশ্বর পূজারা (৬) এবং বিরাট কোহলি (২০) দ্রুত আউট হয়ে যান।
বিশাখাপত্তনম: #ভারতের পাহাড় প্রমাণ রানের সামনে প্রথম ইনিংসের শুরুতেই বেসামাল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। ভারতের স্পিনের জোড়া ফলা রবীচন্দ্রন অশ্বিন ও জাডেজার সামনে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। প্রোটিয়া ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন অশ্বিন। মার্করাম মাত্র ৫ রান করে অশ্বিনের বলে আউট হয়ে যান। ১৪ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর অশ্বিনের বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান ব্রুউন(৪)। ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।এরপর জাডেজার বলে কোনও রান না করেই আউট হন পিয়েডট। ৩৪ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে তাদের। ভারতের থেকে এখনও ৪৬৩ রানে পিছিয়ে তারা। ফলো অনের ভ্রুকুটি সফরকারী দলের সামনে। #৭ উইকেটে ৫০২ রানে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। রবীন্দ্র জাডেজা ৩০ ও রবিচন্দ্রন অশ্বিন ১ রানে অপরাজিত থাকেন। ৫৩৬ রানে মায়াঙ্ক আউট হওয়ার পর ৪৫৭ রানে আউট হন হনুমা বিহারী। তিনি ১০ রান করেন। ঋদ্ধিমান সাহা ১৬ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হন। দলের ৪৯৪ রানে সপ্তম উইকেট পড়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ ১৮৯ রানে ৩ উইকেট নিয়েছেন। # ৪৩৬ রানে পঞ্চম উইকেটের পতন ভারতের। ২১৫ রান করে এলগারের বলে আউট হলেন মায়াঙ্ক। #৪৩১ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। কেশব মহারাজের বলে ১৫ রান করে আউট আজিঙ্কা রাহানে। ক্রিজে রয়েছেন মায়াঙ্ক (২১০) রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক অগ্রবালের তিন শতাধিক রানের জুটিতে ভর করে ভারতের রান ৪০০ ছাড়িয়েছে। দলের ৩১৭ রানে ব্যক্তিগত ১৭৬ রান করে রোহিত শর্মা আউট হলেও ক্রিজে দাপট অব্যাহত মায়াঙ্কের। কেশব মহারাজের বলে দুরান নিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন মায়াঙ্ক। ২০০ রানে পৌঁছতে তিনি খেললেন ৩৫৮ বল। তাঁর ইনিংসে রয়েছে ২২ চার ও পাঁচটি ছয়।। রোহিত আউট হওয়ার পর চেতেশ্বর পূজারা (৬) এবং বিরাট কোহলি (২০) দ্রুত আউট হয়ে যান। ৩২৪ রানে দ্বিতীয় ও ৩৭৭ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। প্রথম দিনের বিনা উইকেটে ২০২ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত ও মায়াঙ্ক। নিজের টেস্ট কেরিয়ারের প্রথম শতরানে পৌঁছে যান মায়াঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনিং জুটিতে বীরেন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীরের ১৫ বছরের পুরানো সর্বাধিক রানের রেকর্ড ভেঙে দেন রোহিত ও মায়াঙ্ক। দক্ষিণ আফ্রিকার বোলারদের পাটা পিচে নিতান্তই সাদামাটা দেখিয়েছে। অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ভারতের ওপেনিং জুটি ভাঙার চেষ্টায় বারবার বোলার বদল করেন। শেষপর্যন্ত স্পিনার কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্য এনে দেন। তিনি আউট করেন রোহিতকে। মধ্যাহ্নভোজের সময় ভারতের রান ছিল ১ উইকেটে ৩২৪। ১৩৮ রানে অপরাজিত ছিলেন মায়াঙ্ক। মধ্যাহ্নভোজের পর দুটি উইকেট হারিয়েছে ভারত।