সেঞ্চুরিয়ন: সিরিজ শুরুর আগে বলা হচ্ছিল, ইতিহাস তৈরির হাতছানি। কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনওদিন টেস্ট সিরিজ জেতেনি ভারত (IND vs SA)। রোহিত শর্মারা (Rohit Sharma) সিরিজ জিতলে তা হতো ইতিহাস। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন, বিশ্বকাপের ফাইনালে হারের শোক কিছুটা অন্তত কাটিয়ে ওঠার মতো সুযোগ করে দেবেন প্রিয় তারকারা। দক্ষিণ আফ্রিকাকে তাদের ডেরায় গিয়ে প্রথমবার টেস্ট সিরিজে হারিয়ে।
কিন্তু প্রথম টেস্টেই স্বপ্নভঙ্গ। লড়াই দূর অস্ত। প্রোটিয়াদের বিরুদ্ধে আত্মসমর্পণ করে বসলেন ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের ঘাটতি নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেল ভারতের ব্যাটিং। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে তিনদিনের মধ্যে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তাও ১০ জন ক্রিকেটার নিয়ে। চোটের জন্য তাদের অধিনায়ক তেম্বা বাভুমা মাঠেই নামতে পারেননি যে! সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ হারছে না কোনওভাবেই। সিরিজে ১-০ এগিয়ে গেলেন প্রোটিয়ারা। ভারতের কাছে এখন দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ অমীমাংসিতভাবে শেষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৪০৮ রানে। ভারতের চেয়ে ১৬৩ রানের লিড নেয় তারা। ম্যাচে লড়াইয়ে ফিরতে হলে দ্বিতীয় ইনিংসে প্রাণান্তকর লড়াই করতে হতো ভারতীয় ব্যাটারদের। দায়িত্ব নিতে হতো রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়রদের। কিন্তু ব্যর্থ রোহিত। কাগিসো রাবাডার বলে কোনও রান না করে দ্বিতীয় ইনিংসে ফিরলেন রোহিত।
যশস্বীর আউট হওয়ার ধরন দেখে অনেকে অবাক। নবাগত নান্দ্রে বার্গারের বলের অতিরিক্ত বাউন্স সামলাতে পারলেন না। বলের লাইন থেকে গ্লাভস সরাতে পারলেন না। কট বিহাইন্ড হয়ে গেলেন। শুভমন ক্রিজে জমে গিয়েও ২৬ রানে বোল্ড হন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা কে এল রাহুল ফেরেন মাত্র ৪ রান করে।
লড়াই করলেন একমাত্র কোহলি। হাফসেঞ্চুরি করলেন। কিন্তু তাঁর ৭৬ রানের ইনিংস কোনও কাজে এল না। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ডিন এলগার একজন মার্কো জানসেনকে পেয়েছিলেন। সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছিলেন দুজনে। কোহলির সঙ্গে সঙ্গত করার মতো কাউকে খুঁজে পাওয়া গেল না দূরবীন দিয়েও।
বল হাতে জ্বলে উঠলেন নবাগত নান্দ্রে বার্গার। ফের বাঁহাতি পেসারের বিরুদ্ধে বিপাকে ভারতীয় ব্যাটিং। ৩৩ রানে ৪ উইকেট বার্গারের। ৩ উইকেট জানসেনের। রাবাডার ঝুলিতে ২ উইকেট। মাত্র ৩৪.১ ওভারে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ম্যাচের সেরা হয়েছেন এলগার।