সেঞ্চুরিয়ন : চক দে। ১১৩ রানে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে টেস্ট জয় ভারতের (India)। টেস্টের (Test) পঞ্চম তথা শেষ দিনে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ লিড নিল ভারত। ৪ উইকেট খুইয়ে ৯৪ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। যদিও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ শামিদের (Mohammed Shami) দাপটে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের লড়াই। বুমরাহ ও শামি ৩ টি করে এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ২ টি করে উইকেট দখল করেন।
ম্যাচের সেরা কেএল রাহুলের (১২৩) (KL Rahul) দুরন্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে ৩২৭ রান তুলেছিল ভারত। জবাবে শামি আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ১৯৭ রানে শেষ করে দেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ম্যাচে ৮ উইকেট নেওয়া শামির সুইংয়ে ভর করেই প্রথম ইনিংসে মূল্যবান ১৩০ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা বড় স্কোর না পেলেও ১৭৪ রান তুলে প্রোটিয়াদের সামনে ৩০৫ রানের কঠিন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন।
লড়াই চালানোর চেষ্টা করলেও ভারতীয় পেসারদের দাপটে ১৯১ রানেই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের যাবতীয় প্রতিরোধ শেষ হয়ে যায়। বৃষ্টির জেরে দ্বিতীয় দিনের খেলা ভেস্তে গেলেও সহজেই ভারত ম্যাচ জেতে ১১৩ রানের ব্যবধানে।
আরও পড়ুন- ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোন স্পর্শ করেই প্রয়াত বাবাকে স্মরণ, কী বললেন শামি?