পার্ল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক কে এল রাহুল। তবে আশ্চর্যজনকভাবে কোনাে বদল একাদশে করা হয় নি। প্রথম ম্যাচে হারের পর মনে করা হয়েছিল যে হয়ত প্রথম একাদশে দ্বিতীয় ম্যাচে বদল আসবে। বোলিং বিভাগে খারাপ পারফরম্যান্সের জন্য দু-একটা নাম পরিবর্তন হবে মনে হচ্ছিল, কিন্তু আদতে তা হল না। টসের সময় কে এল রাহুল জানিয়ে দিলেন যে প্রথম ম্যাচের একাদশই রাখা হয়েছে। 


 কে এল রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ও তৃতীয়ত বিরাট ও ধবন ছাড়া ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন আপও। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে নামার আগে ভারতীয় শিবিরে বদলের আওয়াজও উঠেছিল। প্রথম ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারের অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। অলরাউন্ডার হিসেবে দলে থাকলেও তাঁকে দিয়ে কোনো বল করানো হয়নি। ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন। এছাড়া পেস বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। স্পিন জুটি অশ্বিন ও চাহাল মিলে ১০৬ রান বোর্ডে দিলেও একটি মাত্র উইকেট পেয়েছেন। অশ্বিন সাফল্য পেলেও চাহালের ঝুলিতে কোনও উইকেট আসেনি। উলটো দিকে যদি দক্ষিণ আফ্রিকা শিবিরের দিকে তাকানো যায়, তবে তাবরেজ সামসি, এইডেন মার্করাম ও কেশব মহারাজ মিলে ২৬ ওভার বল করেছেন। ১২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। ভারতের মিডল অর্ডারে পন্থ, শ্রেয়স ২ জনেই ব্যর্থ। শুরু করেও বড় রান করতে পারেননি।


ভারতীয় একাদশ: কে এল রাহুল, শিখর ধবন, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল


দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, জানেমান মালান, তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেলেকাউ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, সিসাঙ্গা মাগালা, তাবরেজ শামসি