গুয়াহাটি: আজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে (IND vs SA 2nd T20I) নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। গুয়াহাটিতে এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘদিন পর এই মাঠে আবারও ভারতীয় দলের ম্যাচ আয়োজিত হতে চলেছে। ম্যাচের টিকিট সম্পূর্ণ শেষ। তবে সমর্থকদের জন্য খারাপ খবর। বহু প্রতিক্ষিত এই ম্যাচে ব্যাঘাত ঘটাতে পারেন বরুণদেব।


বৃষ্টির আশঙ্কা


ম্যাচের আগে গুয়াহাটির সকালে ঘন মেঘ দর্শকদের চিন্তা বাড়াচ্ছে। গতবার ৫ জানুয়ারি ২০২০ সালে এই স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে সেই ম্যাচ বাধ্য হয়েই বাতিল করতে হয়। সমর্থকদের আশঙ্কা, এবারও যেন আবার আগের বারের মতো বৃষ্টির জন্য ম্যাচ বাতিল না হয়ে যায়। আবহাওয়া দফতরের তরফেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েইছে। যদিও তাদের তরফে জানানো হয়েছে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা রবিবার অন্তত নেই। তবে ম্যাচের সিংহভাগ সময়ই আকাশ মেঘে ঢাকা থাকবে। 


তবে বছর দু'য়েক আগে ম্যাচ ভেস্তে গেলেও, এবার কিন্তু উদ্য়োক্তারাও নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে তাঁরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে অত্যন্ত হালকা পিচ কভার নিয়ে এসেছেন। অ্যাসোসিয়েশন সম্পাদক দেবজিৎ সাইকিয়া জানান, 'এই কভারগুলি জল বা জলীয় বাস্পকে দারুণভাবে রুখে দিতে সক্ষম।' এর পাশাপাশি দুর্গাপুজোর সময়ে আয়োজিত হওয়ায় এই ম্য়াচের নিরাপত্তা আয়োজন করা নিয়ে কিছুটা চিন্তা ছিলই। তবে দেবজিৎ স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা তাঁদের তরফে নেওয়া হচ্ছে।


পরামর্শ দিলেন দ্রাবিড়


রবিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে শুক্রবারই গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। শনিবার দিন কড়া অনুশীলনও সারলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। পাশাপাশি অনুশীলনে এক অভিনব দৃশ্য দেখা গেল। উঠতি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।


বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সময় কাটালে, তাঁর পরামর্শ পেলে যে কোনও তরুণই যে উপকৃত হবে, তা বলাই বাহুল্য। সেইমতোই এদিন তরুণ ক্রিকেটাররা ভারতীয় অনুশীলনের পর দ্রাবিড়ের সঙ্গে খানিকটা সময় কাটালেন। ভারতীয় দলের সোশ্যাল মিডিয়ায় উঠতি ক্রিকেটারদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের সময় কাটানোর ছবিও পোস্ট করা হয়। তরুণ ক্রিকেটারদের মন দিয়ে দ্রাবিড়ের পরামর্শ শুনতেও দেখা যায়।


আরও পড়ুন: আজ জিতলেই সিরিজ জয়, কখন, কোথায় দেখবেন দ্বিতীয় টি-টোয়েন্টি?