কেপ টাউন: মরণ-বাঁচন পরিস্থিতিতে দুরন্ত প্রত্যাঘাত ভারতের (Team India)। কেপ টাউনে দু'দিনের মধ্যে ৭ উইকেটে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া (IND vs SA)। সেই সঙ্গে টেস্ট সিরিজ শেষ করল অমীমাংসিতভাবে। ইতিহাসে নাম তুলল ভারত। এশিয়ার প্রথম দল হিসাবে কেপ টাউনে টেস্ট ম্যাচ জিতলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। মাথা উঁচু করেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরবেন রোহিত-বিরাট কোহলিরা।


দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বল হাতে জ্বলে উঠেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ১৫ রানে ৬ উইকেট নিয়ে তছনছ করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। হায়দরাবাদের পেসারের দাপটে ঘরের মাঠে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর যা টেস্টে প্রোটিয়াদের সর্বনিম্ন ইনিংস।


দ্বিতীয় ইনিংসে আগুন ঝরালেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৬১ রানে ৬ উইকেট নিলেন আমদাবাদের ফাস্টবোলার। টেস্টে এক ইনিংসে নবমবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন বুম বুম বুমরা। তাঁর ধাক্কায় ১৭৬ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস।


ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতার জন্য ভারতের দরকার ছিল ৭৯ রান। মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল টিম ইন্ডিয়া। ২৩ বলে ২৮ রান করে শুরুতেই ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল। তবে শুভমন গিল (১০) ও বিরাট কোহলি (১২) রান পাননি। রোহিত ১৬ রানে ও শ্রেয়স আইয়ার ৪ রানে অপরাজিত ছিলেন।


কেপ টাউনের টেস্ট ম্যাচ অভিনব এক রেকর্ডও গড়ে ফেলল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে ফয়সালা হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের। মাত্র ৬৪২ বলে। ভেঙে গেল ৯২ বছরের রেকর্ড। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের ফয়সালা হয়েছিল ৬৫৬ বলে।


এই টেস্ট খেলেই অবসর নিলেন দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে নেতৃত্ব দেওয়া ডিন এলগার। তবে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচে তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়লেন। পরাজিত দলের সেনাপতি হিসাবে। যদিও সিরিজ ভাগাভাগি হয়ে গেল। বিদায়ী টেস্ট ম্যাচে এলগারকে অভিনব সম্মান জানাল ভারতীয় দল। বিরাট কোহলি তাঁর হাতে ভারতীয় দলের সকলের সই করা একটি জার্সি তুলে দেন।


আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে