পুনে:# আলোর অভাবের জন্য নির্ধারিত সময়ের আগেই শেষ হল প্রথম দিনের খেলা। দিনের শেষে ভারতের সংগ্রহ ৮৫.১ ওভারে ৩ উইকেটে ২৭৩। কোহলি ৬৩ এবং আজিঙ্কা রাহানে ১৮ রানে ব্যাট করছেন।দুজনের জুটিতে এখনও পর্যন্ত ৭৫ রান যোগ হয়েছে।


#ফের আঘাত হানলেন রাবাডা। এবার আউট করলেন মায়াঙ্ককে। ১৯৮ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। ১০৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মায়াঙ্ক।

#শতরান পূর্ণ করলেন মায়াঙ্ক অগ্রবাল। কেশব মহারাজের বলে পরপর দুটি ছয় মেরে ৮৭ থেকে ৯৯ রানে পৌঁছন তিনি। এরপর ফিল্যান্ডারের বলে চার মেরে শতরানে পৌঁছে যান মায়াঙ্ক। গত টেস্টে দুরন্ত দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৬ টি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৮৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।



২৫ রানে রোহিত শর্মার উইকেট হারানোর পর ভারতের ইনিংসের হাল ধরেন মায়াঙ্ক ও চেতেশ্বর পূজারা। লাঞ্চের পর অর্ধশতরান সম্পূর্ণ করেন পূজারা। কিন্তু ৫৮ রান করে রাবাডার বলে আউট হন তিনি। ১৬৩ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন ঘটে।

# মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ১ উইকেটে ৭৭। মায়াঙ্ক ৩৪ ও পূজারা ১৯ রানে ক্রিজে রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিল ভারত। তবে শুরুটা ভালো হল না টিম ইন্ডিয়ার। গত টেস্টে কেরিয়ারে প্রথম বার ওপেন করতে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। এদিন মাত্র ১৪ রান করে কাগিসো রাবাডার বলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ২৫ রানে ভারত প্রথম উইকেট হারায়। ১৫.১ ওভারে ভারতের রান ১ উইকেটে ৫০ রান।
পুনে টেস্টে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। হনুমা বিহারীর জায়গায় খেলানো হচ্ছে পেসার উমেশ যাদবকে। দক্ষিণ আফ্রিকার দলেও একটি পরিবর্তন হয়েছে। পিডের জায়গায় প্রথম একাদশে রয়েছেন আনরিক নোরজে।
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। প্রথম টেস্টে জয়ের ফলে ১৬০ পয়েন্ট নিয়ে চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুটি টেস্টেই জয়ী হয়েছিল বিরাট কোহলির দল।



এদিন টসে জিতে কোহলি বলেছেন, উইকেট শক্ত বলেই মনে হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় দিনে পিচে টার্ন থাকতে পারে। সেজন্য প্রমথ দিনই ব্যাট করাটা ভাল। পিচে ঘাস রয়েছে এবং রিভার্স সুইংয়ের বিকল্পও থাকছে। তাই দলের সিম বোলিংয়ের একটা বিকল্প থাকার প্রয়োজন অনুভূত হয়েছে।
অন্যদিকে, প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বলেছেন, অতিরিক্ত পেসের জন্য পিডের জায়গায় নোরজেকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার, এইডেন মার্করাম, থিউনিস ডি ব্রুইন, টেম্বা বাভুমা,ফাফ ডু প্লেসিস (অধিনায়ক),কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সেনুরাম মুথুস্বামী, ভার্নন ফিল্যান্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, আনরিক নোরজে
ভারত: মায়াঙ্ক অগ্রবাল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সামি