এই ম্যাচের শুরুতে অবশ্য চাপে পড়ে যায় দাসুন শনাকার দল। ৩০ রানের মধ্যে তাদের তিন উইকেট পড়ে যায়। ৫৮ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটে। এরপর ওশাদা ফার্নান্দোর ৭৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ভদ্রস্থ রান করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে মহম্মদ আমির ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই ফকর জামানের (০) উইকেট হারায় পাকিস্তান। এরপর অবশ্য পাকিস্তানকে লড়াইয়ে ফেরান বাবর আজম (২৭) ও হ্যারিস সোহেল (৫২)। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পর আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। ফলে জয় পায় শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারঙ্গা ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। লাহিরু কুমারা ২৪ রান দিয়ে ২ উইকেট নেন।