মুম্বই: দাবাং ৩-র শ্যুটিং শেষ হয়েছে, জানিয়েছেন সলমন খান নিজেই। এবার টুইটারে আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি, তাতে দেখা যাচ্ছে, পুকুরে নেমে তিনি একদল ছেলের সঙ্গে স্নানে ব্যস্ত।

সঙ্গে সলমনের ক্যাপশন, একদল ছোট ছেলের সঙ্গে গতকাল আপনাদের ভাই জলে ঝাঁপ দিয়েছে। ধরিত্রী মাকে আদর ও সম্মান সব সময়..।


এ বছর ২০ ডিসেম্বর মুক্তি পাবে দাবাং ৩। পরিচালক প্রভু দেবা। সলমন ছাড়া ছবিতে রয়েছেন সোনাক্ষী সিংহ, মহেশ মঞ্জরেকরের মেয়ে সই মঞ্জরেকর, প্রয়াত বিনোদ খান্নার ভাই প্রমোদ খান্না ও আরবাজ খান। ছবির খলনায়ক দক্ষিণের অভিনেতা কিচ্চা সুদীপ।