সঙ্গে সলমনের ক্যাপশন, একদল ছোট ছেলের সঙ্গে গতকাল আপনাদের ভাই জলে ঝাঁপ দিয়েছে। ধরিত্রী মাকে আদর ও সম্মান সব সময়..।
এ বছর ২০ ডিসেম্বর মুক্তি পাবে দাবাং ৩। পরিচালক প্রভু দেবা। সলমন ছাড়া ছবিতে রয়েছেন সোনাক্ষী সিংহ, মহেশ মঞ্জরেকরের মেয়ে সই মঞ্জরেকর, প্রয়াত বিনোদ খান্নার ভাই প্রমোদ খান্না ও আরবাজ খান। ছবির খলনায়ক দক্ষিণের অভিনেতা কিচ্চা সুদীপ।