জোহানেসবার্গ: ২ বছরের বেশি হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে কোনও শতরান নেই তাঁর। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও ভাল শুরু করেও খোঁচা মেরে ক্যাচ আউট হতে হয়েছে। কিন্তু দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে (Johannesburg) একাধিক নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। জোহানেসবার্গে ২ দলের টেস্টে সাক্ষাতে এখনও পর্যন্ত একবারও জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। সেখানে ভারত ২ বার জয় ছিনিয়ে নিয়েছে। ব্যাটার বিরাটের সামনেও রয়েছে এই মাঠে নজির গড়ার সুযোগ। 


ওয়ান্ডার্সের মাঠে বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করার হাতছানি কোহলির সামনে। নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার জন রিড ২ ম্যাচে ৩১৬ রান করে সব থেকে উপরে রয়েছেন। সমসংখ্যক টেস্ট ম্যাচে মাত্র ৬ রান কম রয়েছে কোহলীর। অর্থাৎ ওয়ান্ডারার্সে মাত্র ৭ রান করলেই রিডকে টপকাতে পারবেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে। রাহুল দ্রাবিড় দক্ষিণ আফ্রিকায় সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ১১ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৬২৪ রান। ভারত অধিনায়ক ৬ ম্যাচ মাত্র খেলেছেন। তাতেই তাঁর ঝুলিতে সংগ্রহ ৬১১ রান। তালিকায় শীর্ষে থাকা সচিনের সংগ্রহ ১৫ ম্যাচে ১১৬১ রান। 


শুধু ব্যাটার নয়, ক্যাপ্টেন বিরাটের সামনেও রয়েছে কিংবদন্তী স্টিভ ওয়াকে ছোয়ার। এই ফর্ম্য়াটে ৪১ ম্যাচ নেতৃত্ব দিয়ে জিতেছেন স্টিভ। কোহলির ঝুলিতে রয়েছে ৪০ ম্য়াচ জয়। জোহানেসবার্গে জিতলে সব থেকে সফল টেস্ট অধিনায়কদের তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে উঠে আসবেন কোহলি। 


এদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই উইকেটের পেছনে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ঋষভ পন্থ। ভারতীয় দলের তরুণ উইকেট কিপার আর মাত্র ৪ টে ক্যাচ নিতে পারলেই তাঁর পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একই তালিকায় জায়গা করে নেবেন। টেস্টে ভারতের চতুর্থ উইকেট কিপার হিসেবে ১০০ ক্যাচ ধরার মালিক হবেন পন্থ। এর আগে রয়েছেন ধোনি (২৫৬ ক্যাচ), সৈয়দ কিরমানি (১৬০ ক্যাচ) ও কিরণ মোরে (১১০ ক্যাচ)। টেস্টে উইকেট কিপারদের তালিকায় ৪২ নম্বরে রয়েছেন তিনি।