জোহানেসবার্গ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মহড়া মনে করা হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজকে। তার আগে হাতে পরে থাকা গুটিকয়েক টি-টোয়েন্টি ম্যাচে সব নকশা দেখে নিতে চাইছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দুই দলই। যদিও দুই দেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলেও, ভারতীয় ইনিংস ১৯.৩ ওভার ও প্রোটিয়া ইনিংস ১৩.৫ ওভারের বেশি দেখা সম্ভব হয়নি। ফের বাদ সেধেছিল বৃষ্টি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জোহানেসবার্গে সিরিজের ফয়সালা। ভারত জিতলে অমীমাংসিতভাবে শেষ হবে সিরিজ। দক্ষিণ আফ্রিকা জিতলে সিরিজ ২-০ ব্যবধানে ঝুলিতে ভরবেন এইডেন মারক্রামরা।


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব। উইকেটকিপারের মাথার ওপর দিয়ে তাঁর শট টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বিনোদন। সঙ্গে রিঙ্কু সিংহ। যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফসেঞ্চুরি করেছেন মঙ্গলবারই। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের ফিনিশার হিসাবে তাঁকে ভাবা হচ্ছে।


অন্যদিকে রয়েছেন রিজা হেনড্রিকস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যাঁকে ওপেনার হিসাবে খেলানো হবে ধরে নিয়েই এগোচ্ছে প্রোটিয়া শিবির। দক্ষিণ আফ্রিকা শিবিরকে ভরসা দিচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাবারেজ শামসির ফর্ম। মঙ্গলবার তাঁকে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। 


চলতি সিরিজে একটিও ম্যাচ পুরো ওভার খেলা হয়নি। তৃতীয় ম্যাচে সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ান্ডারার্সে পুরো ৪০ ওভার খেলা হবে, আশায় ক্রিকেটপ্রেমীরা। যদিও এই সিরিজে দুই দলই পূর্ণ শক্তি নিয়ে নামেনি। এমনকী, শেষ ম্যাচে মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজেকে খেলাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজের আগে তাঁদের প্রস্তুতির সুযোগ করে দিতে চায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। যে কারণে তাঁদের দক্ষিণ আফ্রিকার একটি ঘরোয়া চারদিনের ম্যাচ খেলতে পাঠানো হচ্ছে।





কাদের ম্যাচ


তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা


কোথায় খেলা


ম্যাচটি হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে


কখন শুরু


ম্যাচ শুরু হবে রাত ৮.৩০-এ। তার ৩০ মিনিট আগে, রাত ৮টায় হবে টস


কোথায় দেখবেন


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি টিভিতে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে


অনলাইন স্ট্রিমিং


যাঁরা স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে ম্যাচ দেখতে চান, তাঁরা ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখতে পাবেন খেলা                         


আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।