জোহানেসবার্গ: এবেখায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে যাওয়ার পরই চাপে ছিল ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ০-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত (IND vs SA)। বৃহস্পতিবার পরাজয় মানে সিরিজ হাতছাড়া হওয়া। সিরিজ অমীমাংসিত রাখতে হলে জিততেই হতো ভারতকে।


মরণ-বাঁচন পরিস্থিতিতে ভারত শুধু জিতলই না, জিতল রেকর্ড ব্যবধানে। ১০৬ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। ২০১৫ সালের পর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে আর কোনও টি-টোয়েন্টি সিরিজে হারেনি ভারত। সেই মিথ বজায় থাকল এবারও। সিরিজ শেষ হল ১-১ ব্যবধানে।


বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর কুলদীপ যাদবের জন্মদিন। ২৯ পূর্ণ করলেন চায়নাম্যান স্পিনার। মাত্র ৭ বলের ব্যবধানে ৪ উইকেট, সব মিলিয়ে ১৭ রানে ৫ উইকেট নিলেন বিস্ময় স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে কুলদীপের সেরা ফিগার এটাই।


ম্যাচের প্রথমার্ধ ছিল স্কাইয়ের। সূর্যকুমার যাদব, এই সিরিজে যিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি আইসিসি বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে। উইকেটের চারপাশে শট খেলতে পারেন বলে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। এ বি ডিভিলিয়ার্সের পর।


কেন তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে এত সম্ভ্রমের চোখে দেখা হয়, বৃহস্পতিবার তা ফের একবার প্রমাণ করে দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) অনুপস্থিতিতে যিনি ভারতীয় দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে যিনি সেঞ্চুরি করলেন। ৫৫ বলে সেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি সূর্যকুমারের। ৫৬ বলে ১০০ রান করে আউট হন তিনি।


স্কাইকে সঙ্গত করেন যশস্বী জয়সওয়াল। ৪১ বলে ৬০ রান করলেন যশস্বী। যিনি আগের ম্যাচে কোনও রান না করে আউট হয়েছিলেন। তবে রান পাননি শুভমন গিল। ৬ বলে ১২ রান করে ফেরেন। টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। প্রথমে ব্যাট করার সুবিধা নেন ভারতীয় ব্যাটাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ২০১/৭।


জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানে শেষ হয় প্রোটিয়া ইনিংস।


আরও পড়ুন: ১২.২৫ কোটি টাকা দামে কিনেছিল কেকেআর, নাইটদের অধিনায়ক হিসাবে কেমন রেকর্ড শ্রেয়সের?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে