নয়াদিল্লি: ২০১৯ সালে শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের যাত্রাপথ। মাঝে সম্পর্কের ভাঙন নিয়েও কম জলঘোলা হয়নি। সমালোচনা থেকে নিন্দা সবই সয়েছেন অর্জুন-মালাইকা (Arjun Kapoor and Malaika Arora)। আর সেইসব নিন্দার সবচেয়ে আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাঁদের বয়সের ব্যবধান। মালাইকার থেকে অর্জুন ১২ বছরের ছোট। অর্জুনের এখন যেখানে ৩৮ বছর বয়স, সেখানে এই বছরই নিজের ৫০তম জন্মদিন উদযাপন করেছেন মালাইকা অরোরা। এই বয়সের ব্যবধান নিয়ে কম নিন্দা, কম কটূ (trolls) কথা শুনতে হয়নি তাঁদের। বয়সের এই ব্যবধান নিয়ে যে ট্রোলের শিকার হতে হয় তাঁদের অহর্নিশি, ব্যক্তিগত জীবনে বা নিজেদের সম্পর্কে তা কতটা প্রভাব ফেলে? কর্ণ জোহরের (Karan Johar) জনপ্রিয় টক শো 'কফি উইথ কর্ণ'-এ (Koffee With Karan Season 8) এসে সেই ব্যাপারেই কথা বললেন 'ইশকজাদে' অভিনেতা।
সম্প্রতি 'কফি উইথ কর্ণ সিজন ৮'-এ হাজির হয়েছিলেন অর্জুন কপূর এবং আদিত্য রায় কপূর। শোয়ে সঞ্চালক যখন অর্জুনকে জিজ্ঞেস করেন যে এরপর মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন তিনি, উত্তরে অর্জুন জানান, মালাইকাকে ছাড়া এখানে বসে এভাবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত হবে না। অর্জুন আরও বলেন, 'একবার আমরা সেই পর্যায়ে পৌঁছে গেলে নিজেরাই সেই বিষয়ে কথা বলতে পারব। পৃথিবীতে সবথেকে সুখী থাকতে, আরামে থাকতে সম্পর্কের মাঝে যা কিছু করা দরকার, আমরা সবরকম পর্যায়ের মধ্য দিয়েই গিয়েছি।'
বয়সের ব্যবধান নিয়ে খোঁটা শুনতে হয়েছে অনেক, তা নিয়ে অর্জুন কপূর বলেন যে, এই ধরনের মন্তব্য, নিন্দা বা সমালোচনা সব মানুষকেই কমবেশি সহ্য করতে হয়। যারা এ ধরনের মন্তব্য করছেন তারা যে নিজেদের সংস্কৃতি, নিচ মানসিকতা তুলে ধরছেন সেটা বলাই বাহুল্য। অর্জুন স্পষ্ট বলেন, 'আমি অনেক ভেবেছি যে এই মানুষগুলো আমাকে নিয়ে ঠিক কেন এরকম মন্তব্য করছেন? কেন আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তাঁরা? ভেবে দেখেছি শুধুমাত্র কিছু লাইক পাওয়ার লোভেই এইসব মিম শেয়ার হয়। আমাকে কি এসব প্রভাবিত করেনি তা বলে? করেছে, অবশ্যই করেছে।'
আরও পড়ুন: Tripti Dimri: 'ভিলেন' তকমা তারিয়ে উপভোগ করছেন 'জোয়া' তৃপ্তি দিমরি
কয়েকমাস আগে হঠাৎই গুজব রটতে শুরু করে যে অর্জুন আর মালাইকার বিচ্ছেদ ঘটতে চলেছে। ৫ বছরের সম্পর্কের অবসান! তবে সেইসব জল্পনাকে হেলায় উড়িয়ে অর্জুন প্রেমিকা মালাইকার জন্মদিনে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে জানিয়েছিলেন এই গুজবে তিনি আদৌ কান দেননি। ফলে পরিষ্কার, যে অর্জুন মজে মালাইকায়, বয়সের খোঁটা, সমালোচনা সেখানে জায়গা নিতে পারবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।