কেপটাউন: মাঠে বরাবরই অগ্রাসী মেজাজে দেখা যায় বিরাটকে। নিজের দলের সতীর্থদের জন্য গলা ফাটাতে, তাদের পাশে দাঁড়াতে বিরাটের জুড়ি মেলা ভার। যার জন্য কখনো কখনো ম্যাচের আম্পায়ারের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। ঠিক যেমন হল কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন। ক্রিজের বিপদজনক জায়গা দিয়ে দৌড়োচ্ছিলেন শামি। যার জন্য তাঁকে ওয়ার্নিং দিয়েছিলেন আম্পায়ার এরাসমাশ। আর ঠিক সেই সময়ই এগিয়ে আসেন বিরাট। এক প্রকার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় ভারত অধিনায়ককে। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বল করছেন শামি, বুমরা। খেলার একটা সময় তখন শামি বল করছিলেন। হঠাৎ অনফিল্ড আম্পায়ার এরাসমাশ এসে শামিকে সতর্ক করেন। তিনি নাকি ক্রিজের মাঝখানে বারবার পা ফেলছেন। এই সময়ই বিরাটও এগিয়ে আসেন। আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁর কথা হয়। ভিডিওতে দেখে মনেই হচ্ছিল যে বেশ রেগে গিয়েছিলেন ভারত অধিনায়ক। পরে অবশ্য যখন রিপ্লেতে দেখা হয়, তখন দেখা যায় যে শামি কোনোভাবেই উইকেটের ডেঞ্জার জোনে পা রাখছিলেন না। 


 






বল হাতে প্রত্যাঘাত। আর তাতেই ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের বিরতিতে ১০০ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতের ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষেই তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট খুইয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ রান করে প্যাভিলিয়ন ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন জশপ্রীত বুমরা। এদিনও খেলায় প্রথম আঘাত হানেন বুমরাই। এইডেন মার্করামকে বোল্ড করে দেন তিনি। ডানহাতি প্রোটিয়া ওপেনার ৮ রান করে ফিরে যান। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা কেশব মহারাজ ভাল খেলছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন উমেশ যাদব। সিরাজের বদলি হিসেবে দলে ঢুকেই উইকেট তুলে নিলেন উমেশ। ৪টে বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে ফিরে যান মহারাজ। একসময়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে রাসি ফ্যান ডার ডুসেনকে সঙ্গে দলের স্কোর এগিয়ে নিয়ে যান কিগান পিটারসেন।