লখনউ: উত্তরপ্রদেশে ফের ধাক্কা খেল বিজেপি। রাজ্যে বিধানসভা ভোটের আগে স্বামী প্রসাদ মৌর্যের পর ইস্তফা দিলেন আরও এক মন্ত্রী দারা সিংহ চৌহান।  দারা সিংহ মউ জেলার মধুবন আসনের বিধায়ক। তিনি রাজ্যপালের কাছে লেখা চিঠিতে যোগী সরকারের বিরুদ্ধে দলিত, অনগ্রসর ও যুবকদের উপেক্ষা করার অভিযোগ করেছেন।


দারা সিংহ চৌহান বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় পরিবেশ ও পশু উদ্যান মন্ত্রী হিসেবে পরিপূর্ণ মনোযোগ সহকারে নিজের দফতরের কাজ করেছি। কিন্তু সরকার দলিত, বঞ্চিত, কৃষক ও কর্মসংস্থানহীন তরুণদের প্রতি ঘোরতর উপেক্ষার মনোভাব নিয়ে চলেছে। সেইসঙ্গে অনগ্রসর ও দলিতদের সঙ্গে সংরক্ষণ নিয়ে খেলা করছে। সরকারের এই মনোভাবেই হতাশ হয়ে আমি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিচ্ছি।


দারা সিংহ চৌহানের ইস্তফার পর রাজ্যের উপমুখ্যমন্ত্রী কথা বিজেপির শীর্ষ নেতা কেশব প্রসাদ মৌর্য তাঁকে তাঁর সিদ্ধান্ত পুণর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, পরিবারের কেউ ভুল পথে গেলে দুঃখ তো হয়েই।  তাঁকে আমার আর্জি যে, ডুবন্ত নৌকায় উঠলে লোকসানই হবে। বড় ভাই দারা সিংহজী আপনি আপনার সিদ্ধান্ত পুণর্বিবেচনা করুন। 


ভোটের মুখে গতকালই প্রথম দফায় খেয়েছিলেন যোগী আদিত্যনাথ। বিজেপি ছেড়েছিলেন এক মন্ত্রী ও তিন বিধায়ক। মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর দল ছাড়ার ঘোষণা করেন স্বামীপ্রসাদ মৌর্য (Swami Prasad Maurya)। এরপরই বিজেপি ছাড়েন ৩ বিধায়ক- রোশনলাল শর্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতী সাগর। স্বামীপ্রসাদের বিজেপি ত্যাগের পরই ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানান সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।


উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলের কাছে জমা দেওয়া ইস্তফাপত্রে স্বামীপ্রসাদ লেখেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে আমি রাজ্যে শ্রম ও জনকল্যাণমন্ত্রী হিসেবে কাজ করেছি। মন্ত্রী পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। কারণ, এই সরকার সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের জন্য কাজ করে না। 


পদত্যাগের কারণ হিসেবে তিনি সংবাদসংস্থা-কে আরও বলেন, সরকারের দলিত, অনগ্রসর শ্রেণি, কৃষক, যুবক ও ব্যবসায়ী-বিরোধী মানসিকতা দেখে আমি যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। সমর্থকদের সঙ্গে আলোচনা করব। অন্য দলে যোগদানের বিষয়ে তার পরই সিদ্ধান্ত নেব। আগামী দিনে আরও অনেক বিধায়ক পদত্যাগ করবেন।