কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস গড়তে ভারতের চাই আর ৮ উইকেট। কিন্তু রাস্তাটা খুব একটা কঠিন নয় প্রোটিয়াদের জন্যও। মাত্র ১১১ রান চাই তাদের ম্যাচ সিরিজ জিততে। এই পরিস্থিতিতে আজকের প্রথম ১ ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ২ দলের কাছেই। কিন্তু চতুর্থ দিনে ভারতীয় বোলাররা যাতে অতিরিক্ত চাপ না নিয়েই মাঠে নামেন, তার পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের বোলিং কোচ পারশ মামব্রে (Paras Mhambrey)। তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ''ধৈর্য রাখতে হবে, সঠিক জায়গায় বল করতে হবে। পিচের নির্দিষ্ট জায়গায় এরমধ্যেই ক্ষত তৈরি হয়েছে, সেই জায়গায় বল ফেলে আক্রমণ করতে হবে প্রতিপক্ষকে।'' পারশ আরও বলেন, ''গোটা বোলিং ইউনিট হিসেবে আমাদের আলাদা কিছু করার দরকার নেই। আমরা ম্যাচে ভাল বল করেছি। কিন্তু এবার আমাদের শুধু সেই ধারাবাহিকতা বজার রাখতে হবে। আর সুযোগ তৈরি করতে হবে প্রতিনিয়ত।''


ভারত আর ইতিহাসের (Ind vs SA) মধ্যে ফের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিলেন ডিন এলগার (Dean Elger)। জয়ের জন্য ২১২ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সঙ্গী কিগান পিটারসেন (Keegan Petersen)। যিনি ৪৮ রান করে অপরাজিত। তবে দিনের শেষ বলে এলগারকে ফিরিয়ে ভারতকে কিছুটা হলেও লড়াইয়ে ফিরিয়েছেন যশপ্রীত বুমরা। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০১/২। জয়ের জন্য প্রোটিয়াদের চাই আর ১১১ রান। ভারতের চাই আর ৮ উইকেট। নিউল্যান্ডসে শেষ হাসি কার?


রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। মহম্মদ শামি ফিরিয়ে দেন এইডেন মারক্রামকে। ১৬ রান করে ফেরেন মারক্রাম। তবে এরপরই ইনিংসের হাল ধরেন এলগার ও পিটারসেন। দুজনে ৭৮ রান যোগ করার পর ভারতকে ম্যাচে ফেরালেন বুমরা। আজ শুক্রবার, ম্যাচের চতুর্থ দিন রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোবে টেস্ট।