কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ৭ উইকেটে হেরে গেল ভারতীয় দল। ফলে ১-২ ফলে সিরিজে হেরে গেলেন বিরাট কোহলিরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে শুরুটা দারুণভাবে করেছিল ভারতীয় দল। কিন্তু ওয়ান্ডারার্সের পর নিউল্যান্ডসেও হেরে সিরিজ খোয়াতে হল ভারতীয় দলকে। 


আজ চতুর্থ দিনে এই টেস্ট ম্যাচ এবং সিরিজ জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান, হাতে ছিল ৮ উইকেট। ভারতের বোলারদের কাজটা মোটেই সহজ ছিল না। শেষপর্যন্ত সেটা হয়ওনি। এক উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ৪১ রান করে অপরাজিত থাকেন রেসি ভ্যান ডার ডুসেন। ৩২ রান করে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা। আজ ভারতের হয়ে একটিমাত্র উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনি ফেরান কিগান পিটারসেনকে (৮২)। 


ব্যাটিং ব্যর্থতার জন্যই এই টেস্টে হারতে হল ভারতীয় দলকে। প্রথম ইনিংসে অধিনায়ক বিরাট কোহলি এবং দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ছাড়া আর কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি। হতাশ করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। প্রথম ইনিংসে বিরাটের ৭৯ রান সত্ত্বেও মাত্র ২২৩ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। পূজারা ৪৩ ও পন্থ ২৭ রান করেন। এরপরেও বোলারদের দাপটে ১৩ রানের লিড পায় ভারত। জসপ্রীত বুমরাহ ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন মহম্মদ শামি ও উমেশ যাদব। একটি উইকেট নেন শার্দুল ঠাকুর। 


প্রথম ইনিংসে সামান্য লিড পাওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে ফের হতাশ করে ভারতের ব্যাটিং লাইনআপ। ১৯৮ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। এর মধ্যে ১০০ রানই পন্থের। তিনি শেষপর্যন্ত ক্রিজে থাকেন। বিরাট করেন ২৯ রান এবং ওপেনার কে এল রাহুল করেন ১০ রান। এছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান পাননি। ময়ঙ্ক আগরওয়াল ৭, পূজারা ৯, রাহানে ১, রবিচন্দ্রন অশ্বিন ৭, শার্দুল ৫, উমেশ ০, শামি ০ ও বুমরাহ ২ রান করেন। তার ফলে দক্ষিণ আফ্রিকার জয় সহজ হয়।