বেঙ্গালুরু: জমে উঠেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ (India vs SA)। প্রথম ২ ম্য়াচ হারলেও পরের ২ ম্য়াচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজের নির্ণায়ক ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ২ দল। কে জিতবে, কে কাকে টেক্কা দেবে, সেই প্রশ্ন পরে। তার আগেই ম্যাচের তাল কাটতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, ম্যাচের দিনও প্রায় ৭০% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


রঞ্জির সেমিফাইনালে মুম্বই বনাম উত্তরপ্রদেশ ম্যাচ আয়োজিত হয়েছিল বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে। সেই ম্যাচও বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে। শুক্রবার প্রায় বেশিরভাগ সময়ই বৃষ্টি হয়েছে। শনিবারও ভীষণ হাওয়ার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এমনিতে বেঙ্গালুরুর পিচ ব্যাটিং সহায়ক। এছাড়া বাউন্ডারিও ছোট। বড় রানের পূর্বাভাস দিয়েছেন কিউরেটর। করোনা পরবর্তী সময়ে এখনও পর্যন্ত সাদা বলের ক্রিকেটে কোনও আন্তর্জাতিক ম্য়াচ আয়োজন করেনি চিন্নাস্বামী স্টেডিয়াম। 


সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া


উল্লেখ্য, মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠেছিল ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের ১৬৯/৬ তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ করে দিয়েছে ভারত। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে।


পন্থের পরীক্ষা


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক ঋষভ পন্থ। পাঁচ ম্যাচের সিরিজের শুরুতে টিম ইন্ডিয়া ০-২ ব্যবধানে পিছিয়ে গিয়েছিল। কিন্তু শুক্রবার রাজকোটে ভারত জিতে সিরিজে-সমতা ফিরিয়েছে। তবে ঋষভ পন্থের অধিনায়কত্ব প্রচুর সমালোচনার মুখোমুখি হয়েছে এবং তাঁর ব্যাটিংও সমালোচকদের নজরে রয়েছে। রবিবার সিরিজ নির্ধারক ম্যাচে পন্থ কী করেন, সেদিকে অনেকের নজর থাকবে।


সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল না পন্থের। বিশ্রামে থাকা রোহিত শর্মার পরিবর্তে কে এল রাহুলকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু চোটের কারণে কে এল রাহুল সিরিজ থেকে ছিটকে যায় এবং নির্বাচকরা পন্থকে অধিনায়ক হিসেবে বেছে নেন। সিরিজের শুরুতে ভারতের পরপর দুটি হারের পর পন্থের কৌশলও সমালোচিত হয়েছিল। দীনেশ কার্তিকের আগে অক্ষর পটেলকে ব্যাট করতে পাঠানো নিয়েও সমালোচিত হয়েছিলেন। আজ তাই পন্থের অগ্নিপরীক্ষা।


আরও পড়ুন: ফাদার্স ডে-তে প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন যুবরাজ সিংহ, জানিয়ে দিলেন নামও