মুম্বই: প্রথম টেস্টে দুর্দান্তভাবে জয়ের পর দ্বিতীয় টেস্টেই হার। বিরাট কোহলির না থাকায় কে এন রাহুলের নেতৃত্বে সেই ম্যাচে খেলতে নেমেছিল ভারত। কিন্তু ভারতের হারের সঙ্গে সঙ্গে রাহুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন যে অজিঙ্কা রাহানে যদি দ্বিতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলাতেন, তবে ম্যাচের ফল অন্যরকম হত। 


এক সাক্ষাৎকারে জাফর বলছেন, ''টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তে আমি খানিকটা অবাকই হয়েছিলাম। যদি অজিঙ্ককে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে রাখা হয়, তবে তাকে অবশ্যই বিরাটের অনুপস্থিতিতে অধিনায়কত্ব দেওয়া উচিত ছিল। ক্যাপ্টেন্সির জন্য অন্য কোনোদিকে তাকানো উচিতই নয়।'' প্রাক্তন এই ওপেনার আরও যোগ করেন, ''রাহানে যখন শেষবার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিল তখন ও দুর্দান্তভাবে সফল হয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে অনবদ্য সিরিজ জিতিয়ে এসেছে দলকে। এখনও পর্যন্ত কোনো টেস্ট ম্যাচে হারেনি ওর নেতৃত্বে দল। এই সব ফ্যাক্টর মাথার রেখেই রাহানেকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল।''


এদিকে, আগামীকাল থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। আর সেই ম্যাচেই ভারতের তারকা পেসার মহম্মদ শামির সামনে এবার বিরাট এক মাইলফলক ছোঁয়ার হাতছানি। দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে সেইভাবে ফর্মে ছিলেন না। কেপ টাউনে তৃতীয় টেস্টে নামার আগে সিরিজের ফল এই মুহূর্তে দাঁড়িয়ে ১-১ অবস্থায়। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে মঙ্গলবার থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্ট ম্যাচে। কেপ টাউনে দুই ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে এবং জাভাগাল শ্রীনাথকে স্পর্শ করার হাতছানি রয়েছে শামির সামনে। কিন্তু কীভাবে? 


পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন বাংলার পেসার। চলতি সিরিজেই টেস্টে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন শামি। এই মুহূর্তে সিরিজে শামির উইকেট সংখ্যা ১১। জোহানেসবার্গে তিনি তিনটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০ টি ইনিংসে বল করে শামির সংগ্রহ ৪৫টি উইকেট। কেপটাউনে আর মাত্র ৫টি উইকেট নিলেই শামি নজির গড়ে ফেলবেন। শ্রীনাথের পরে দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শামি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়বেন।