কেপ টাউন: চার বছর আগে এক জানুয়ারিতে এই মাঠেই শুরু হয়েছিল যাত্রা। সেই ম্যাচে যদিও সেভাবে সাফল্যের মুখ দেখেননি। পরের চার বছর অবশ্য ক্রিকেট বিশ্ব তাঁর দক্ষতাকে কুর্নিশ করেছে। সকলে একবাক্যে স্বীকার করে নিয়েছেন, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) টেস্টেও বল হাতে শাসন করতে পারেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Ind vs SA) তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় এবং নির্ণায়ক টেস্টের জন্য টিম ইন্ডিয়া কেপ টাউনে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। কেপ টাউনের নিউল্যান্ডস মাঠে ১১ জানুয়ারি থেকে দুই দলের মধ্যে সিরিজের শেষ টেস্ট খেলা হবে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে কেপ টাউনের মাঠে নেমে নস্টালজিক হয়ে পড়লেন ভারতের ফাস্টবোলার বুমরা। কারণ, চার বছর আগে তিনি জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিলেন এই মাঠেই।
কেপ টাউনে পৌঁছনোর পরে স্মৃতিমেদুর বুমরা। তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে আবেগময় বার্তা লিখলেন। তিনি লিখেছেন, 'কেপটাউন জানুয়ারি ২০১৮ - এখানেই টেস্ট ক্রিকেটে আমার জন্য সবকিছু শুরু হয়েছিল। চার বছর পর আমি একজন খেলোয়াড় এবং একজন ব্যক্তি হিসেবে বড় হয়েছি এবং এই মাঠে ফিরে বিশেষ স্মৃতি খুঁজে পেয়েছি'।
বুমরা ২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিলেন। তবে অভিষেক টেস্টে মাত্র একটি উইকেট পান তিনি। তারপর থেকে এখনও পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচ খেলে ১০৭টি উইকেট নিয়েছেন আমদাবাদের পেসার।
এই মুহূর্তে ভারতীয় সিনিয়র দল তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার দুর্গ সেঞ্চুরিয়নে ভারতের প্রথম টেস্ট জয়ের পিছনেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি প্রথম ইনিংসে ৫ টি এবং দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে সেইভাবে ফর্মে ছিলেন না। কেপ টাউনে তৃতীয় টেস্টে নামার আগে সিরিজের ফল এই মুহূর্তে দাঁড়িয়ে ১-১ ফলে। আর এমন আবহেই কেপ টাউনে অপর দুই ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে এবং জাভাগল শ্রীনাথকে স্পর্শ করার হাতছানি রয়েছে শামির সামনে।
পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫০ উইকেট নেওয়ার নজির গড়ার পাশাপাশি টেস্টে ২০০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন শামি। এই মুহূর্তে দাঁড়িয়ে সিরিজে শামির উইকেট সংখ্যা ১১। জোহানেসবার্গে তিনি তিনটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০ টি টেস্ট ইনিংসে শামির সংগ্রহ ৪৫ টি উইকেট। নিউল্যান্ডস, কেপটাউনে আর মাত্র ৫ টি উইকেট নিলেই শামি নজির গড়ে ফেলবেন টেস্টে ২০০ উইকেট নেওয়ার। শ্রীনাথের পরে দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শামি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ৫০ টি উইকেট নেওয়ার নজির গড়বেন।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারতীয় দলকে চিন্তায় রাখছে নিউজিল্যান্ডের হাওয়া, কী বলছেন ঝুলন?