কেপটাউন: ভারতের বিরুদ্ধে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা শিবির। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ও তৃতীয় টেস্টে রান তাড়া করে দুর্দান্ত জয়। আর এই জয়ের অন্যতম কারিগর দলের তরুণ ব্যাটার কিগান পিটারসেন। কেপটাউনে ২ ইনিংসেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন। তাঁর ব্যাটিং টেকনিক, স্ট্রোক প্লে, দৃঢ়তা দেখে মুগ্ধ গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনার পিটারসেনকে ভবিষ্যতের তারকা বলছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ''নিঃসন্দেহে ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভবিষ্যতের বড় তারকা। ডি কক চলে যাওয়ার পর পিটারসেন ওর শূন্যতা বুঝতে দেয়নি কোনোভাবেই। দক্ষিণ আফ্রিকার এই সিরিজ জয়ের পেছনে পিটারসেনের ব্যাটিং নেপথ্যে। আমি বলব আয়োজক দেশের হয়ে ওই এই সিরিজে সবচেয়ে উজ্জ্বল ছিল। একজন প্লেয়ারের ফর্ম তাঁর হয়ে কথা বলা উচিত সবসময়, তাঁর নাম নয়।''


সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে শুরুটা দারুণভাবে করেছিল ভারতীয় দল। কিন্তু ওয়ান্ডারার্সের পর নিউল্যান্ডসেও হেরে সিরিজ খোয়াতে হল ভারতীয় দলকে। আজ চতুর্থ দিনে এই টেস্ট ম্যাচ এবং সিরিজ জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান, হাতে ছিল ৮ উইকেট। ভারতের বোলারদের কাজটা মোটেই সহজ ছিল না। শেষপর্যন্ত সেটা হয়ওনি। এক উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ৪১ রান করে অপরাজিত থাকেন রেসি ভ্যান ডার ডুসেন। ৩২ রান করে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা। আজ ভারতের হয়ে একটিমাত্র উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনি ফেরান কিগান পিটারসেনকে (৮২)। 


দক্ষিণ আফ্রিকার হেডকোচ মার্ক বাউচার বলেন, ''দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের র‍্যাঙ্কিং অনুযায়ী দেখলে এই সিরিজ প্রথম পাঁচে অবশ্যই আসবে। দুর্দান্ত কিছু ম্যাচ খেলা হয়েছে। অনফিল্ড ও অফফিল্ড ২ জায়গাতেই ছেলেরা বাজিমাত করেছে।'' ডিন এলগারের অধীনে ভারতের বিরুদ্ধে এই সিরিজ নিয়ে মাত্র ৬টি টেস্ট খেলল দক্ষিণ আফ্রিকা। এলগারের সাফল্য বলতে এর আগে ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জয়। কিন্তু ভারতের বিরুদ্ধে এই জয় অবশ্যই তাকে ছাপিয়ে গেল।