কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পরই যে প্রশ্নটা উঠবে তা সবাই জানত। জানতেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও। ক্রমাগত ব্যর্থ হতে থাকা দলের ২ সিনিয়র ক্রিকেটার অজিঙ্ক রাহানে (ajinkya rahane) ও চেতেশ্বর পূজারার ফর্ম ও দলে তাঁদের আর সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তবে এবার সেই নিয়ে মুখ খুলে কিছুটা ডিফেন্সিভ খেললেন বিরাট (virat kohli)। 


গতকালই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে বিরাটকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''আমার মনে হয় এই নিয়ে আপনাদের নির্বাচকদের প্রশ্ন করা উচিত। আমি তো আর নির্বাচক নই। আমার কাজও নয় এটা। তবে আমি আগেও যেমন বলেছিলাম এখনও তেমনই বলব যে দলের তরফে রাহানে ও পূজারা ২ জনকেই ব্যাক করা হবে। ওরা টেস্টে দেশের জন্য যা করেছে, তা আমরা সবাই জানি। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২ জনেই অর্ধশতরান করেছে। ওদের পার্টনারশিপের ওপর ভর করেই আমরা লড়াই করার মত স্কোর করতে পেরেছিলাম।''


দলের ব্যাটিং ব্যর্থতা নিয়েও মুখ খোলেন বিরাট। তিনি বলেন, ''ব্যাটিংয়ে আরো এগিয়ে আসা উচিত ছিল। এখানে বসে এই মুহূর্তে আমি কোনও কিছুই বলতে পারব না। তবে আমরা খারাপ সময়ও ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করি সব সময়। কিন্তু নির্বাচকরা কী ভাবছেন, তা তাঁরাই বলতে পারবেন।''


এদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ৭ উইকেটে হেরে গেল ভারতীয় দল। ফলে ১-২ ফলে সিরিজে হেরে গেলেন বিরাট কোহলিরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে শুরুটা দারুণভাবে করেছিল ভারতীয় দল। কিন্তু ওয়ান্ডারার্সের পর নিউল্যান্ডসেও হেরে সিরিজ খোয়াতে হল ভারতীয় দলকে। 


আজ চতুর্থ দিনে এই টেস্ট ম্যাচ এবং সিরিজ জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান, হাতে ছিল ৮ উইকেট। ভারতের বোলারদের কাজটা মোটেই সহজ ছিল না। শেষপর্যন্ত সেটা হয়ওনি। এক উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ৪১ রান করে অপরাজিত থাকেন রেসি ভ্যান ডার ডুসেন। ৩২ রান করে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা। আজ ভারতের হয়ে একটিমাত্র উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনি ফেরান কিগান পিটারসেনকে (৮২)।