কলকাতা: অভিজাত তালিকায় নাম লিখিয়ে ফেললেন কে এল রাহুল (KL Rahul) ও ময়ঙ্ক অগ্রবাল (Mayank Agarwal)। তৃতীয় ওপেনিং জুটি হিসাবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেন। ২০১০ সালে বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)-গৌতম গম্ভীর (Gautam Gambhir) সেঞ্চুরিয়নেই (Centurion) সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছিলেন। ১১ বছর পর সেই অভিজাত তালিকায় জায়গা করে নিলেন রাহুল-ময়ঙ্কও।
কিন্তু যে দক্ষিণ আফ্রিকাকে ভারতীয় ব্যাটিংয়ের বধ্যভূমি মনে করা হয়, যে দেশ থেকে কোনওদিনও টেস্ট সিরিজ জিতে ফেরেনি ভারত, সেখানে কোন মন্ত্রে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শাসন করলেন ভারতীয় ব্যাটাররা? খোঁজ নিতে গিয়ে জানা গেল, এর নেপথ্যে গুরু রাহুল দ্রাবিড়ের মন্ত্র। নিজের কেরিয়ারে বরাবর কঠিন পরিস্থিতিতে বুক চিতিয়ে লড়াই করেছেন। দলকে বিপদের মুখেও এমনভাবে ভরসা দিতেন যে, তাঁর নামকরণই হয়ে গিয়েছিল 'দ্য ওয়াল'। 'মিস্টার ডিপেন্ডেবল'। কোচ হিসাবেও দলের ক্রিকেটারদের একইরকম সংকল্পে উজ্জ্বীবিত করেছেন তিনি।
প্রথম দিনের খেলার শেষে ভারতের স্কোর ২৭২/৩। ক্রিজে রাহুল ও অজিঙ্ক রাহানে। বড় স্কোরের হাতছানি রয়েছে। দক্ষিণ আফ্রিকায় ব্যাট করতে নামার আগে গুরু দ্রাবিড় কী পরামর্শ দিয়েছিলেন? বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটার হিসাবে দুরন্ত সব কীর্তি রয়েছে যে দ্রাবিড়ের? রবিবার ভারতীয় সময় রাত সোয়া ন'টা নাগাদ জুম কলে সেঞ্চুরিয়ন থেকে ময়ঙ্ক বললেন, 'ব্যাটিং করার সময় ভীষণভাবে শৃঙ্খলা মেনে কীভাবে চলা যায় তা নিয়ে কথা বলেছিলেন। উনি সাফ বলে দিয়েছিলেন যে, দক্ষিণ আফ্রিকা বা অন্য কোনও দেশে আমাদের ব্যাটিং ভাল নাও দেখাতে পারে। কিন্তু ভাল দেখানোটা জরুরি নয়। জরুরি হল ব্যাটিংয়ে শৃঙ্খলা দেখানো, নিজের পরিকল্পনাগুলো কাজে লাগানো ও সুযোগের অপেক্ষায় থাকা। আমরা সেভাবেই ভেবেছি।'
আরও পড়ুন: রাহুলদের ব্যাটের শাসানি হজম করে দিনের শেষে পাল্টা হুমকি দিয়ে রাখলেন এনগিডি
অনেকের মতে, এখান থেকে ভারতের স্কোর অন্তত চারশো হওয়া উচিত। আর ভারতের হাতে যা বোলিং শক্তি, ব্যাটাররা চারশোর গণ্ডি স্পর্শ করতে পারলে কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে ডিন এলগারদের জন্য। যদিও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন লুনগি এনগিডি। দক্ষিণ আফ্রিকার সেরা পেসারের কথায়, এখান থেকে সাড়ে তিনশো রানের মধ্যেও ভারতীয় ইনিংস গুটিয়ে দেওয়া সম্ভব।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অবশ্য রাহুল-রাহানেদের ব্যাটেই বড় রানের লগ্নি দেখছেন।