নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেটে আগ্রাসী মানসিকতা ও বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু সম্প্রতি যে সুযোগগুলি পেয়েছেন, তা কাজে লাগাতে পারছেন না এই প্রতিশ্রুতিমান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও অভিষেককারী স্পিনার বিজোর্ন ফরচুইনের বলে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন ২১ বছরের ঋষভ। এই পরিস্থিতিতে রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচের আগে ঋষভকে সতর্ক করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।
তিনি বলেছেন, সতর্ক হওয়ার সময় এটা। টি ২০ ওর পছন্দের ফরম্যাট। সেখানেই ও পারফর্ম করতে পারছে না। ওর ব্যাটে ভালো স্ট্রোক রয়েছে, ও ছাপ ফেলার মতো প্লেয়ার এবং ম্যাচ উইনারও। কিন্তু দুর্ভাগ্যবশত, কাজের কাজটা করতে পারছে না।
তিনটি ফরম্যাটেই ঋষভের ব্যাক আপ গড়ে তোলার চিন্তাভাবনা করছে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। প্রসাদ বলেছেন, আমরা ঋষভের ওয়ার্কলোডের বিষয়টি নজরে রাখছি। অবশ্যই আমরা সমস্ত ফরম্যাটেই ব্যাক আপ গড়ে তুলছি। পাঁচ দিনের ফরম্যাচে তরুণ কেএস ভরত ভালো খেলছে। এছাড়াও সীমিত ওভারের ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটে ও ভারত এ দলের হয়ে ভালো খেলছে ইশান কিষান ও সঞ্জু স্যামসন।
যদিও ঋষভের দক্ষতার ওপর তাঁদের আস্থা অটুট। এ ব্যাপারে প্রসাদ বলেছেন, আগেই বলেছি যে, বিশ্বকাপের পরবর্তী পর্বে আমরা ঋষভের অগ্রগতির বিষয়ে মনোনিবেশ করেছি। ওর মধ্যে প্রতিভা রয়েছে, সেজন্য ধৈর্য্য ধরতে হবে।
সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে নবনিযুক্ত ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছিলেন যে, ঋষভের ওর ইনিংস নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। রাঠোর বলেছিলেন, ও দুরন্ত ক্রিকেটার। এ বিষয়ে সন্দেহের কোনও অবকাশই নেই। তবে ওর গেম প্ল্যানের ক্ষেত্রে কিছুটা খামতি দেখা যাচ্ছে। আরও শৃঙ্খলাপরায়ণ হতে পারে। ওর মতো তরুণ ক্রিকেটারদের বুঝতে হবে সাহসী ক্রিকেট ও বেপরোয়া ক্রিকেটের মধ্যে ফারাক রয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচের আগে ঋষভকে সতর্ক করলেন কোহলির ছোটবেলার কোচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Sep 2019 04:47 PM (IST)
সীমিত ওভারের ক্রিকেটে আগ্রাসী মানসিকতা ও বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু সম্প্রতি যে সুযোগগুলি পেয়েছেন, তা কাজে লাগাতে পারছেন না এই প্রতিশ্রুতিমান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও অভিষেককারী স্পিনার বিজোর্ন ফরচুইনের বলে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন ২১ বছরের ঋষভ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -