সাংবাদিক বৈঠকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, মহারাষ্ট্রে ভোটগ্রহণ হবে ২৮৮ আসনে। মহারাষ্ট্রে বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে ৯ নভেম্বর। আগেরবার মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট পেয়েছিল ১৮৫টি আসন। মহারাষ্ট্রে মোট ভোটারের সংখ্যা ৮ কোটি ৯০ লক্ষ। সেখানে ভোটগ্রহণে ব্যবহৃত হবে ১ লক্ষ ৮০ হাজার ইভিএম। নির্বাচনের খরচে নজর রাখতে মহারাষ্ট্রে যাবেন ২ বিশেষ পর্যবেক্ষক।
হরিয়ানার মোট আসন সংখ্যা ৯০। ২০১৪-য় হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৭টি আসন। হরিয়ানায় বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে ২ নভেম্বর।
‘এক মাসের মধ্যে খরচের হিসেব দিতে হবে প্রার্থীদের, অপরাধের রেকর্ড আছে কি না, জানাতে হবে তাও’, সাংবাদিক সম্মেলনে জানাল নির্বাচন কমিশন।