IND vs SA: ''নতুন বছর, একই লক্ষ্য'', ট্যুইটারে কিসের বার্তা দিলেন বিরাট?

IND vs SA: প্রথম টেস্টে ১১৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় টেস্টের আগে নিউ ইয়ারের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ক্রিকেটাররা। এরপরই মাঠে নেমে পড়েছেন।

Continues below advertisement

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে আজ মাঠে নামবে ভারতীয় দল। প্রথম টেস্টে ১১৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় টেস্টের আগে নিউ ইয়ারের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ক্রিকেটাররা। এরপরই মাঠে নেমে পড়েছেন। নিজের ট্যুইটারে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করলেন বিরাট কোহলি (virat kohli)। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ''নতুন বছর, একই লক্ষ্য''। চারটে ছবি পোস্ট করেছেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক। ওয়ান্ডারার্সে নামার আগে কড়া অনুশীলনে ব্যস্ত দেখা গেল বিরাটকে।

Continues below advertisement

 

টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন দু'বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে নৈশালোকের ম্যাচে। ২০২১ সালটা ভাল যায়নি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli)। এমনকী, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও রান পাননি।

তবে দুঃসময়ে কোহলি পাশে পেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। যিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে, কোহলির বড় রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। ক্রিজে জমে গেলেই বড় রান করবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে গুরু দ্রাবিড় বলেন, 'গত ২০ দিন ধরে বিরাট কোহলি অসাধারণ ছন্দে রয়েছে। যেভাবে প্র্যাক্টিস করেছে, ট্রেনিং করেছে, তা এক কথায় অসাধারণ।'

রান পাচ্ছেন না বলে প্র্যাক্টিসে নিজেকে নিংড়ে দিচ্ছেন ক্যাপ্টেন কোহলি। যা দেখে মুগ্ধ গুরু দ্রাবিড়। বলে দিচ্ছেন, 'নিজের প্রস্তুতি নিয়ে ও যেরকম মগ্ন থাকছে, কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এবং যেভাবে ও মাঠে ও মাঠের বাইরে দলের সঙ্গে একাত্ম হয়ে উঠেছে, অসাধারণ। ও ব্যাটে ইনিংসগুলোকে বড় ইনিংসে পরিবর্তিত করতে পারছে না। তবে ক্রিজে জমে গেলে খুব শীঘ্রই বড় রান পাবে।'

আরও পড়ুন: বাংলা শিবিরে করোনার হানা, আক্রান্ত সাত, স্থগিত স্থানীয় ক্রিকেট

 

Continues below advertisement
Sponsored Links by Taboola