পার্ল: চোটের জন্য রোহিত শর্মা (Rohit Sharma) নেই। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতকে (Ind vs SA) নেতৃত্ব (KL Rahul) দিচ্ছেন কে এল রাহুল। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন কীর্তি গড়তে চলেছেন তিনি। যে নজির ভারতের আর কারও নেই।


বুধবার ভারতীয় দলের ২৬তম অধিনায়ক হিসাবে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে টস করতে যাবেন রাহুল। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর ওয়ান ডে নেতৃত্বের অভিষেক হবে দক্ষিণ আফ্রিকায়।


নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েই নিজের ব্যাটিং পোজিশন পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাহুল। জানালেন, রোহিতের অনুপস্থিতিতে তিনি ওপরের দিকে ব্যাট করবেন। সব কিছু ঠিকঠাক চললে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে ইনিংস ওপেন করার কথা রাহুলের।


ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে পার্ল থেকে জুম কলে সাংবাদিকদের রাহুল বলেন, 'গত ১৪-১৫ মাসে কখনও ৪ তো কখনও ৫ নম্বরে ব্যাটিং করেছি। তখন দলের তাই প্রয়োজন ছিল। এখন রোহিতের অনুপস্থিতিতে আমি ওপরের দিকে ব্যাট করব।'


প্রসঙ্গত, ভারতের হয়ে রোহিত ইনিংস ওপেন করেন আর মনে করা হচ্ছে তাঁর ভূমিকাতেই ব্যাট হাতে উত্তীর্ণ হতে চান রাহুল। ২০২০ সালের জানুয়ারি থেকে চার নম্বর বা তারও নীচে ব্যাট করে ১০ ওয়ান ডে ম্য়াচে ৫৫৪ রান করেছেন রাহুল। তাঁর ব্যাটিং গড় ৬৯.২৫। স্ট্রাইক রেট ১০৯.৯২। তবে ব্য়াটিং অর্ডার পাল্টানোর ইঙ্গিত দিয়ে রাহুল বলেছেন, 'আমরা এমন দল হয়ে উঠতে চাই না যাদের নিয়ে লোকজন আগাম সব ভেবে নিতে পারবে। কোনও কোনও ম্যাচে মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে আমাকে ব্যাট করতে হবে কারণ দলের তখন সেটাই প্রয়োজন থাকতে পারে। আমার মাঝে মধ্যে ওপেনও করতে হবে যাতে আমার কোনও সমস্যা নেই আর দলেরও সকলে সেটা বোঝে। দলগত খেলায় দলের কৌশল ও পরিকল্পনা অনুযায়ী সকলকেই নমনীয় হতে হয়। সকলকেই সব কিছুর জন্য তৈরি থাকতে হবে।'


ওয়ান ডে-তে ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে?