কেপটাউন: প্রোটিয়া সফরে গিয়ে চার ম্যাচে নেতৃত্ব দিয়ে একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পারলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচেও গতকাল ৪ রানের অল্প মার্জিনে হারতে হয়েছে। ম্যাচের পর স্বভাবতই হতাশা ঝড়ে পড়ল কে এল রাহুলের গলায়। তিনি বলছেন যে শট সিলকশনে ভুল ছিল ব্যাটারদের। এমনকী এই ভুল থেকে গোটা শিবির শিক্ষা নেবে। ম্যাচের পর কে এল বলেন, ''দীপকের ইনিংস আমাদের দারুণ একটা সুযোগ করে দিয়েছিল ম্যাচে জয়ের। বেশ উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হল। কিন্তু হতাশ আমি, যে আমরা ম্যাচটা হেরে গেলাম। আমরা ভুল করেছি। তা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে। ম্য়াচে অনেক সময় আমাদের শট নির্বাচন খারাপ হয়েছে।''
রবিবারের ম্যাচে বিরাট কোহলি ও শিখর ধবনের অর্ধশতরানের পর মিডল অর্ডারে ভাঙন ধরে। এরপর দীপক চাহার এসে দুর্দান্ত ৩৪ বলে ৫৪ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচে প্রাণ এনে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৪ রানে হারতে হয় ভারতকে। রাহুল বলেন, ''বল হাতেও আমরা সঠিক জায়গা ফেলতে পারিনি। ক্রিজে অনেক সময় অনেক ছোট ছোট মুহূর্ত তৈরি করতে পারলেও চাপ সৃষ্টি করতে পারিনি আমরা কখনওই। তবে ছেলেদের চেষ্টার কোনও খামতি ছিল না। ওরা দুর্দান্ত এক একজন। আমাদের দলে এবার নতুন অনেক মুখও এসেছে। এরকমটা হয়েই থাকে।''
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ২৮৭ রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই অধিনায়ক কে এল রাহুলের উইকেট হারায়। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন ঋষভ পন্থ। তিনি কোনও রান না করেই ফেরেন। তারপর ভারতকে টানেন শিখর ধবন ও বিরাট কোহলি। দুজনই হাফসেঞ্চুরি করেন। শেষ দিকে চালিয়ে খেলে ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন দীপক চাহার। কিন্তু তিনি আউট হতেই ভারতের লড়াই থমকে যায়। শেষ ওভারে জয়ের জন্য ভারতের বাকি ছিল ৬ রান। হাতে ছিল এক উইকেট। পারেননি যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণরা। ভারত অল আউট হয়ে যায় ২৮৩ রানে।