জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হারতে হয়েছে ভারতীয় দলকে। হারের পরই দলের ব্যাটিং ইউনিটকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন হেডকোচ রাহুল দ্রাবিড়। আর দলের তরুণ উইকেট কিপার ঋষভ পন্থের ব্যাটিংয়ে বেশ অখুশি ভারতীয় দলের কোচ। আগ্রাসী খেলার সঠিক সময়টা বাছা দরকার। জোহানেসবার্গ টেস্টে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হওয়া নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়।
জোহানেসবার্গ টেস্টের পর সাংবাদিক সম্মেলনে এসে দ্রাবিড় বলেন, ''আমরা জানি ঋষভ পন্থ অগ্রাসী ক্রিকেটার এবং ও ওভাবে খেলেই সাফল্য পেয়েছে। তবে হ্যাঁ, অগ্রাসী খেলার একটা সময় থাকে। সেই সময়টা বোঝা দরকার। ওকে পজিটিভ খেলতে কেউ বারণ করবে না। তবে জানতে হবে কখন অগ্রাসী খেলা উচিত।'' ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল আরো বলেন, ''যখন তুমি সবে মাত্র ক্রিজে এসেছ, নিজেকে একটু সময় দেওয়াই যুক্তিযুক্ত। আমরা সবাই জানি পন্থ কী করতে পারে তা সম্পর্কে। ও ম্যাচের রঙ বদলে দিতে পারে যে কোনো সময়। তাই আমরা কখনই ওকে অন্যভাবে খেলতে বলব না বা ইতিবাচক ভঙ্গিটা কেড়ে নিতে চাইব না। তবে কখন আক্রমণ করতে হবে, সেটা বোঝা দরকার।''
এদিকে, ডিন এলগারের (Dean Elgar) (অপরাজিত ৯৬) দুরন্ত ব্যাটিংয়ে ভরে করে প্রোটিয়াদের প্রত্যাঘাত। ওয়ান্ডারার্সে (Wandereres Stadium) ভারতকে (Indian Cricket Team) ৭ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা (South Africa)। যার ফলে কেপটাউনে (Capetown) আগামী ১১ জানুয়ারি থেকে আয়োজিত হতে চলা টেস্ট ম্যাচ হয়ে দাঁড়াল সিরিজ নির্ধারক।
পিঠের ব্যথায় বিরাট কোহলি (Virat Kohli) খেলতে না পারেননি এই টেস্টে। অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের প্রথম ইনিংস অবশ্য মাত্র ২০২ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে শার্দুল ঠাকুরের শানদার বোলিংয়ে ভর করে ২২৯ রানে প্রোটিয়াদের প্রথম ইনিংস থামিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ফের ব্যর্থতাই সঙ্গী হয় ভারতীয় ব্যাটারদের। দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ২৬৬ রান। জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়েই চতুর্থ দিনের শেষপর্বে জয়ের লক্ষ্যমাত্রা ২৪৩ রানে পৌঁছে যান প্রোটিয়ারা। অধিনায়কোচিত ইনিংস খেলেন এলগার।