জোহানেসবার্গ: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই মহৎ উদ্যোগ নিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা (IND vs SA)। জোহানেসবার্গে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নামলেন এইডেন মারক্রাম, রিজা হেনড্রিকসরা।


কেন?


নেপথ্যে রয়েছে এক মানবিক উদ্যোগ। স্তন ক্যান্সারে প্রত্যেক বছর আক্রান্ত হন বহু মহিলা। পুরুষদের মধ্যেও স্তন ক্যান্সারের প্রবণতা বাড়ছে। আর সেই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্যই গোলাপি জার্সি পরে মাঠে নামলেন প্রোটিয়া তারকারা। 


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে সমর্থকদেরও গোলাপি জামা পরে আসতে বলে হয়েছে। এই ম্যাচের আয় তুলে দেওয়া হবে স্তন ক্যানসার আক্রান্তদের সাহায্য করার জন্য।


দক্ষিণ আফ্রিকা এর আগে গোলাপি জামা পরে ১১টি এক দিনের ম্যাচ খেলেছে। তার মধ্যে ৯ বার জিতেছে তারা। গোলাপি বলের ম্যাচেই ৩১ বলে শতরান করে ইতিহাস গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স।


গত ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথমবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে খেলতে নামছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়াররা। ক্রমাগত বৃষ্টি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে। জোহানেসবার্গেও বৃষ্টি হয়েছে। ফলে সাধারণত ওয়ান্ডারার্সের পিচ ব্যাটিং সহায়ক হলেও বোলারদের জন্য ক্রমেই আদর্শ হয়ে উঠছে তা। ভারতের সাম্প্রতিক সময়ের দুরন্ত পেস অ্যাটাকের জন্য যা আদর্শ বলা যেতেই পারে।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ অমীমাংসিতভাবে শেষ করেছে। কিন্তু বিশ্বকাপের পর থেকে আর ওয়ান ডে খেলেনি। রবিবার জোহানেসবার্গে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। এই সিরিজে নতুন চেহারার দল নিয়ে নামছে ভারত। রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, যশপ্রীত বুমরা থেকে শুরু করে বিশ্বকাপের সেরা বোলার মহম্মদ শামি - কাউকেই এই সিরিজে দেখা যাবে না ভারতের জার্সিতে। টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন কে এল রাহুল (KL Rahul)। যিনি সাফ জানিয়ে দিচ্ছেন, ওয়ান ডে নয়, এই মুহূর্তে ভারতীয় শিবিরের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্যাট।


কেন? আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ যে! যে টুর্নামেন্টের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে দলগুলি। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রাহুল বলেছেন, 'ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ কী, এখন সেটা নিয়ে আলোচনা করার সময় নয়। এখন সমস্ত মনঃসংযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যা দরজায় কড়া নাড়ছে। আর সেই টুর্নামেন্টের আগে ভারতীয় দল খুব বেশি ম্যাচ খেলবে না।'


আরও পড়ুন: মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন ফুটবলার, বন্ধ করে দিতে হল ম্যাচ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে