জোহানেসবার্গ: সেঞ্চুরিয়নে জয়ের পর ওয়ান্ডারার্সে ধাক্কা। এগিয়ে থেকেও টেস্ট সিরিজে এখন ১-১ ব্যবধান। শেষ টেস্টে (test) জিততে না পারলে সিরিজও খোয়াতে হবে। বিরাট কোহলি (virat kohli) দ্বিতীয় টেস্টে না থাকায় তাঁর বদলে অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন কে এল রাহুল (kl rahul)। কিন্তু অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম ম্যাচেই হারতে হয়েছে তাঁকে। অনেকেই প্রশ্ন তুলছন যে রাহানে থাকার পরও কেন রাহুলকে নেতৃত্ব দেওয়া হল। এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে একটি পরিসংখ্যানের দিকে চোখ রাখলে।
২০১৪ সালের পর থেকে এই প্রথমবার ভারত বিরাট কোহলির অনুপস্থিতিতে টেস্ট হারল। জোহানেসবার্গ টেস্টের আগে পর্যন্ত মোট ৬ বার এমন হয়েছে যে বিরাট দলে ছিলেন না কিন্তু ভারত খেলেছে। তার মধ্যে ৪ ম্যাচে জিতেছে ও ২ ম্যাচ ড্র করেছে। সেক্ষেত্রে এই প্রথম হারের মুখ দেখতে হল গত ৮ বছরে। গাওস্কর বলছেন, ''বিরাট দলে নেই এমন পরিস্থিতিতে এই প্রথমবার হয়ত ভারত টেস্ট হারল। আগের ম্যাচগুলোর মধ্যে বেশিরভাগ ম্যাচেই ওরা জয় পেয়েছে। তার মধ্যে সিডনিতে ড্র করা ম্যাচটিও রয়েছে। কিন্তু রাহুলের নেতৃত্বের প্রসঙ্গে যদি বলতে হয়, আমার মনে হয় শুরুর দিকে ডিন এলগারকে দ্বিতীয় ইনিংসে ওই সিঙ্গলস নেওয়ার সুযোগ করে দেওয়াটা খুব ভুল হয়েছে ওর। খুব সহজেই ও সিঙ্গলস নিয়ে যাচ্ছিল। ফিল্ড প্লেসমেন্ট আরও শক্তিশালী হওয়া উচিত ছিল।''
এদিকে, প্রথম টেস্টে হারে আট নম্বরে চলে যাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতি করল। ৫ নম্বরে উঠে এসেছে তারা। ভারতীয় দল ৪ নম্বর পজিশনেই রয়েছে। তাদের জয়ের হার ৫৫.২১ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট নয়, জয়ের শতাংশের হিসেবে ক্রমতালিকা নির্ধারিত হয়। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলে ১ ম্যাচে জিতেছে।
আরও পড়ুনঃ অ্যাশেজের শেষ টেস্টের জন্য স্যাম বিলিংসকে দলে নিল ইংল্যান্ড