কলকাতা: গোটা বাংলাজুড়ে উৎসবের মেজাজ। মহালয়া পেরিয়ে গিয়েছে। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা হয়েছে। দিন কয়েক বাকি থাকলেও বাঙালি ইতিমধ্যেই মেতে উঠেছে দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/entertainment/durga-puja-2022-actor-nigel-akkara-shares-his-puja-planning-with-abp-live-exclusively-know-in-details-923178" data-type="interlinkingkeywords">পুজোর আনন্দে। এই পাঁচদিন বাঙালি একেবারে বাঁধন ছাড়া। সাজপোশাকে আসে নতুন জোয়ার। ডায়েটেরও ধার ধারেন না কেউই। এ তো গেল সাধারণ মানুষের কথা। আর তারকারা? পুজোর সময় ডায়েট কতটা মেনে চলেন অভিনেতা নাইজেল আকারা (Nigel Akkara)? কোন পোশাকেই বা তিনি পুজো কাটাতে ভালবাসেন? এবিপি লাইভের (ABP Ananda) আড্ডায় জানালেন নাইজেল।
নাইজেল আকারার পুজোর ফ্যাশন
পুজো মানেই কি ট্রেডিশনাল পোশাক? নাকি আরামদায়ক পোশাক হওয়া বেশি প্রয়োজনীয়? নাইজেল আকারার কথায়, 'আমি ইন্ডিয়ান আউটফিট খুবই পছন্দ করি। অনেকেই বলেন পাঞ্জাবী ইত্যাদি পরলে আমাকে বেশ ভালই লাগে। সারা বছর তো হয়ে ওঠে না, তবে পুজোর সময় ধুতি-পাঞ্জাবী পরতে আমি পছন্দই করি। তবে অষ্টমী বা নবমীর দিন ওয়েস্টার্ন পোশাকও পরি।'
নাইজেলের কাছে ফ্যাশন কী? 'আমি ভীষণ কমফোর্টেবল থাকি জিন্স আর একটা শার্টে। এমনকী আমি ওই পোশাকে ঘুমোতেও পারি, এতটাই আরামদায়ক থাকি আর কী। অন্য কোনও পোশাকে এমনটা হয় না। আসলে জিন্সের পকেটে সব পার্স মোবাইল একসঙ্গে ক্যারি করতে সুবিধা হয়। তারপর জামা "ইন" করে পরা আমার বিশেষ পছন্দ নয়। ধুতি পরতে ভীষণ ভালবাসি কিন্তু ওটার কোঁচা সামলানো বেশ সমস্যার। সেক্ষেত্রে রেডিমেড ধুতির ওপর ভরসা করতে হয়।'
আরও পড়ুন: Durga Puja 2022: 'বিশেষ' শিশুদের সঙ্গে এবারের পুজো বিশেষভাবে কাটাবেন নাইজেল আকারা
নাইজেলের পুজোর ডায়েট
এ তো গেল সাজপোশাক। আর পুজোর ডায়েট? 'আমি এমনিও সারাবছর ডায়েট যে মেনে চলি তা নয়। শেষ দেড় বছর ধরে আমি কোনও ডায়েট মেন্টেন করি না। কারণ ওই অনেক প্রোটিন পাউডার ইত্যাদি খেয়ে আমার থাইরয়েড বেড়ে গিয়েছিল। তখন থেকে ডাক্তারের পরামর্শে খাওয়া দাওয়া করি। ভাত খুব ভালবেসে খাই। ভাত না পেলে আমার রীতিমতো মন খারাপ হয়। খাবারের পরিমাণ মেন্টেন করি।'
প্রসঙ্গত, এবারের পুজো খানিক বিশেষভাবে কাটাবেন অভিনেতা নাইজেল আকারা। কী তাঁর প্ল্যানিং? নাইজেলের কথায়, 'এবারের পুজো কিছু স্পেশ্যাল মানুষজনকে নিয়ে কাটবে। তাঁদের নিয়ে কিছু কাজ চলছে ইতিমধ্যেই। "চুপচাপ চার্লি" আমাদের এবারের প্রযোজনা। সেখানে আমরা কিছু অটিস্টিক ও ডাউন সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের নিয়ে কাজ করছি। এবারের পুজো তাদের সঙ্গেই বিশেষভাবে কাটাচ্ছি। এপ্রিল থেকে ওঁদের সঙ্গে নাটকের রিহার্সাল শুরু হয়েছে। এই পুজোতে এক মণ্ডপের উদ্বোধনে তারা যাবে। অনুষ্ঠান করবে। সেখানে ওরাই আমার হিরো-হিরোইন।'