মুম্বই: দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের জন্য ভারতীয় (Indian Cricket Team) টেস্ট দল ঘোষণা করে ফেলল বিসিসিআই (BCCI)। প্রত্যাশামতই দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশপ্রীত বুমরা। তবে দলে সুযোগ পাননি অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। বিরাট কোহলি রয়েছেন দলে। টেস্ট স্কোয়াডে প্রথমবার দলে ঢুকেছেন রুতুরাজ গায়কোয়াড। কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারও ফিরে এসেছেন স্কোয়াডে। ঈশান কিষাণ ও কে এল রাহুল উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন। দলে ফিরে এসেছেন মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণও। 


মহম্মদ শামির ক্ষেত্রে অবশ্য তাঁকে স্কোয়াডে রাখা হলেও তাঁর ফিটনেস ইস্যু রয়েছে। তিনি যদি পুরো পুরি ফিট থাকেন, তবেই হয়ত টেস্ট সিরিজে খেলতে নামবেন। স্পিনারদের মধ্যে অশ্বিন, রবীন্দ্র জাডেজা 


নির্বাচিত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার, মহম্মদ শামি*, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক) ও প্রসিদ্ধ কৃষ্ণ।


দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তারপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চলতি টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্কাই-ই। তবে ওয়ান ডে দলে তাঁকে অধিনায়ক রাখা হয়নি। এমনকী, সদ্যসমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপে খেললেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রাখা হয়নি সূর্যকে। ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে কে এল রাহুলকে।


টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।


ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।