সেঞ্চুরিয়ন: আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচে নামার আগে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। কিন্তু তার ফাঁকেই এবার স্পেশাল ডিনারে উপস্থিত হলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ময়ঙ্ক অগ্রবালের ট্যুইটার অ্যাকাউন্টে ২ টো ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে একটি ডিনার টেবিলে ময়ঙ্ক অগ্রবাল (mayank agarwal), অজিঙ্ক রাহানে (ajinkya rahane), চেতেশ্বর পূজারা (cheteswar pujara) ও টিমের অন্যান্য সাপোর্ট স্টাফরা। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁদের সঙ্গেই কে এল রাহুল (k l rahul) ও কোচ রাহুল দ্রাবিড়কে (rahul dravid)। যদিও সেই দুটো ছবির একটিতেও দেখা যাচ্ছে না অধিনায়ক বিরাট কোহলিকে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাই কমেন্ট বক্সে প্রশ্নও করেছেন। 


এদিকে, কোচ দ্রাবিড়ের সামনেই ব্যাটসম্যান দ্রাবিড়ের রেকর্ড ভাঙার হাতছানি বিরাটের (virat kohli) সামনে। দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতে ২২ ইনিংসে টেস্টে মোট ৬২৪ রান করেছেন দ্রাবিড় (dravid)। সেখানে বিরাটের ঝুলিতে এখনও পর্যন্ত মাত্র ১০ ইনিংসে সংগ্রহ ৫৫৮ রান। আসন্ন সিরিজে ৩টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন বিরাট দ্রাবিড়কে টেক্কা দেওয়ার জন্য। রাহুল তাঁর কেরিয়ারে টেস্টে দক্ষিণ আফ্রিকায় ১টি শতরান ও ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্যদিকে বিরাটের ঝুলিতে ম্যান্ডেলার দেশে রয়েছে ২ট সেঞ্চুরি ও ২টো হাফ সেঞ্চুরি। 


দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ১৫ ম্যাচে মোট ১১৬১ রান করেছেন তিনি। গড় ৪৬.৪৪। তালিকায় দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড় ও তৃতীয় স্থানে রয়েছেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ১৮ ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে ৫৫৬ রান। 


২৬ অগাস্ট সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে ছিটকে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন আনরিক নোখিয়া (Anrich Nortje)। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে জানানো হল যে, পুরনো চোট না সারায় ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না নোখিয়া। শুধু প্রথম টেস্ট নয়, গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন প্রোটিয়া পেসার।


আরও পড়ুন: অশ্বিন, বুমরাকে সমীহ করে কী বলছেন প্রোটিয়া অধিনায়ক এলগার?