নয়াদিল্লি: সেঞ্চুরিয়ন টেস্টে হারের পর দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বপ্ন ভেস্তে গিয়েছে। প্রথম টেস্টে কেপটাউনেও হেরে গিয়েছিল ভারত। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সিরিজে হারের ফলে সিরিজের নিয়মরক্ষার ম্যাচে কোপ পড়তে পারে দলের কয়েকজন প্রথমসারির ক্রিকেটারের ওপর। তাঁদের মধ্যে দু-একজনের প্রথম থেকেই প্রথম একাদশে বাইরে থাকার সম্ভাবনা ছিল। এবার যে খবর পাওয়া গিয়েছে, তাতে ইঙ্গিত, ওয়ান্ডারার্স টেস্টে দু-একজন নয়, চার প্রথমসারির ক্রিকেটারকে দলের বাইরে রাখা হতে পারে।
গত দুটি টেস্টেই দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে ভারতের কোনও ব্যাটসম্যানই টিকে থাকতে পারেননি। সেঞ্চুয়িয়নের পিচে সেরকম বাউন্স বা সুইং ছিল না। এরপরও ভারতীয় ব্যাটসম্যানরা কোনও লড়াই না করেই আত্মসমর্পণ করেছেন। জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি টিম ইন্ডিয়া। অথচ উইকেট এমন ছিল না যে, ওই রান তাড়া করা সম্ভব ছিল না। প্রথম একাদশে জায়গা খুইয়ে প্রায় চার খেলোয়াড়কে ব্যর্থতার মাশুল গুণতে হতে পারে।
সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনেই টিম ম্যানেজমেন্টের অনুরোধে নির্বাচকরা যখন দীনেশ কার্তিককে দক্ষিণ আফ্রিকা পাঠান, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে, তৃতীয় টেস্টে দলে থাকছেন না উইকেটরক্ষক পার্থিব পটেল। কেপটাউন তো বটেই সেঞ্চুরিয়নেও খেলানো হয়নি আজিঙ্কা রাহানেকে। এনিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন। তাঁর জায়গায় খেলানো হয় রোহিত শর্মাকে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে ৪৭ রান তৃতীয় টেস্টে বাদ পড়ার খাঁড়া থেকে তাঁকে রক্ষা করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় বিসিসিআই-এর সূত্র উল্লেখ করে খবরে জানানো হয়েছে, পার্থিব ও রোহিতই নয়, চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়ও সম্ভবত তৃতীয় টেস্টে দলের বাইরেই থাকবেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন এই চার ক্রিকেটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2018 07:40 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -