করাচি: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তিনটি দল ভারত থেকে ভিডিও অ্যানালিস্ট নিতে চলেছে। নির্ভরযোগ্য সূত্রে এই খবর জানা গিয়েছে। যে তিনজন ভিডিও অ্যানালিস্টকে প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে একজন আবার আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করেছেন।
এবারের পিএসএল শুরু হতে চলেছে ২৫ ফেব্রুয়ারি থেকে। সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এই প্রতিযোগিতা। লাহৌর কালান্দারস, ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস এবার ভারতীয় ভিডিও অ্যানালিস্ট নিতে আগ্রহী। প্রথম দু’বারের পিএসএল-এ এই দু’টি দলে পাকিস্তানেরই ভিডিও অ্যানালিস্ট ছিলেন। লাহৌরের দলটির সঙ্গে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রথমসারির ভিডিও অ্যানালিস্ট তলহা হাশমি যুক্ত ছিলেন। কিন্তু এবার তলহার সঙ্গে চুক্তি করেনি লাহৌরের দলটি। তাঁর বদলে ভারতের কাউকে নেওয়া হতে পারে বলে খবর।
লাহৌরের দলটির কোচ আকিব জাভেদ। মুলতানের কোচ ওয়াসিম আক্রম এবং ইসলামাবাদের কোচ ওয়াকার ইউনিস। তাৎপর্যপূর্ণভাবে আক্রম ও ওয়াকার আইপিএল-এ কেকেআর ও হায়দরাবাদের সঙ্গে যুক্ত ছিলেন। সম্ভবত সেই কারণেই তাঁরা আগে যে ভারতীয় ভিডিও অ্যানালিস্টদের সঙ্গে কাজ করেছেন, পিএসএল-এও তাঁদেরই চাইছেন।
ভারত থেকে ভিডিও অ্যানালিস্ট নিচ্ছে পাকিস্তান সুপার লিগের দলগুলি
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2018 04:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -