পার্ল : দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দাপুটে জয়ে একদিনের আন্তর্জাতিক সিরিজ পকেটে পুরেছে ভারত। তৃতীয় তথা শেষ ওডিআইতে দুরন্ত শতরান হাঁকিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Sanson)। ক্রিকেটপ্রেমীরা যা নিয়ে আলোচনার মজার মাঝে হেসে লুটোপুটি খাচ্ছেন এক কথোপকথন ঘিরে। ক্রিজে তখন ব্যাট করতে নেমেছেন কেশব মহারাজ। আর প্রোটিয়া বোলিং অলরাউন্ডার যখন ক্রিজে স্টান্স নিচ্ছেন, তখনই ডিজে বাজিয়ে ওঠেন একটি গান। আর যা শুনে থেমে থাকতে পারেননি কেএল রাহুল (KL Rahul)। ভারতীয় কিপার তথা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে মেন ইন ব্লু-র অধিনায়কের প্রশ্ন শুনে হেসে ফেলেন কেশব। 'হ্যাঁ ভাই' বলে পাল্টা উত্তরও দেন ঘাড় নেড়ে।


ঘটনাক্রম ঠিক কী ? পার্লে ভারতের বিরুদ্ধে যখন বোলিং করতে এসেছিলেন কেশব মহারাজ, তখন যে গান বেজে উঠেছিল সেই 'রাম সিয়া রাম' গানটিই ডিজে ফের বাজান যখন কেশব ব্যাট করার জন্য স্টান্স নিচ্ছেন। আর সেটা শুনেই হাসিমুখে কেএল কেশবকে জিগ্গেস করেন, 'কেশব ভাই আপনি এলেই এই গানটাই বেজে ওঠে?' যার উত্তরে হাসিমুখে কেশব ঘাড় নেড়ে বলেন, 'হ্যাঁ ভাই'। কেশব-কেএলের মজার যে কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপই এই মুহূর্তে সোশালে ভাইরাল। বলা ভাল, যা দেখে-শুনে হেসে লুটোপুটি নেটমহল।


বিশ্বকাপের মাঝে দক্ষিণ আফ্রিকার পাকিস্তানকে হারানোর পথে শেষদিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কেশব মহারাজ। ম্যাচ শেষে সোশালে নিজের হিন্দু পরিচয় উল্লেখ করে ঈশ্বরে আস্থা রাখার বার্তাও দিয়েছিলেন তিনি। আর সেই বার্তায় লেখা ছিল 'জয় শ্রী হনুমান'। যে বার্তার পর থেকেই কেশবের প্রবেশ বোঝাতে ডিজে হয়তো 'রাম সিয়া রাম' গানটিকেই বেছে নিয়েছেন। যা খুব স্বাভাবিকভাবেই কেশবের নজর তো এড়ায়নি। বলা ভাল, কেএল রাহুলও বিষয়টা ভালমতোই খেয়াল করেছেন, তাই পরিচয়পর্বে একটাই গান বাজানোর বিষয়টা মনে করিয়ে হালকা মেজাজে মজা করেন ভারতীয় অধিনায়ক। যে বিষয়টি বুঝে পাল্টা তাতে সঙ্গ দেন কেশব মহারাজ। যারপর ফের আবার স্টান্স নিতে দাঁড়ান। যদিও ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ব্যাটহাতে সেভাবে কামাল করতে পারেননি তিনি। বড় ব্যবধানে ম্যাচ জিতে ২-১ ফলে ওডিআই সিরিজ জিতে নেয় ভারত। 


 






 



আরও পড়ুন- দেশের জার্সিতে অভিষেকের ৮ বছর পর সেঞ্চুরি, স্যামসনের পাশে দাঁড়িয়ে কী বললেন রাহুল?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।