বেঙ্গালুরু: কোভিডের বাড়বাড়ন্তের জন্য এই মুহূর্তে সব ঘরোয়া ক্রিকেট পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে ওয়ান ডে(one day series) সিরিজের জন্য যারা যারা নির্বাচিত হয়েছেন জাতীয় দলে, তাদের নিয়ে বেঙ্গালুরুতে একটি ৪ দিনের ক্যাম্প আয়োজন করেছে বিসিসিআই। প্রোটিয়া সফরে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল। 


বিসিসিআইয়ের সূত্র মারফৎ জানানো হয়েছে যে, ''৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে ক্যাম্প। যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পে উপস্থিত থাকার কথা চিফ সিলেক্টোর চেতন শর্মা, নির্বাচক সুনীল জোশী ও এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণের।'' উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে ২ দল। দ্বিতীয় ম্যাচটি হবে ২১ জানুয়ারি। ২ টো ম্যাচই হবে পার্লে। তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচটি ২৩ জানুয়ারি কেপটাউনে খেলা হবে। রোহিত শর্মা না থাকায় কে এল রাহুলই সিরিজে দায়িত্ব সামলাবেন।


এদিকে, ৩ ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ফলাফল ১-১। সেঞ্চুরিয়নে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু গতকালই জোহানেসবার্গে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে প্রোটিয়া বাহিনী। ডিন এলগারের (Dean Elgar) (অপরাজিত ৯৬) দুরন্ত ব্যাটিংয়ে ভরে করে প্রোটিয়াদের প্রত্যাঘাত। ওয়ান্ডারার্সে (Wandereres Stadium) ভারতকে (Indian Cricket Team) ৭ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা (South Africa)। যার ফলে কেপটাউনে (Capetown) আগামী ১১ জানুয়ারি থেকে আয়োজিত হতে চলা টেস্ট ম্যাচ হয়ে দাঁড়াল সিরিজ নির্ধারক। সেই ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে ভারতীয় দল। ২৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়েই চতুর্থ দিনের শেষপর্বে জয়ের লক্ষ্যমাত্রা ২৪৩ রানে পৌঁছে যান প্রোটিয়ারা। অপরাজিত ৯৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন এলগার।


আরও পড়ুনঃ পন্থের শট নির্বাচন নিয়ে ক্ষুব্ধ দ্রাবিড় কী বললেন?