দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মরণ-বাঁচন পরিস্থিতি এখন সব ম্যাচেই। আর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই যেন ভারতীয় ক্রিকেটারদের সেরা পারফরম্যান্সটা বেরিয়ে আসছে। শুক্রবার যা হাড়ে হাড়ে টের পেল স্কটল্যান্ড। বল হাতে দুরন্ত পারফরম্যান্স মহম্মদ শামি (Mohammed Shami), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), রবীন্দ্র জাডেজাদের (Ravinder Jadeja)। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড অল আউট হয়ে গেল মাত্র ৮৫ রানে।


ভারতের সামনে সহজ লক্ষ্য। ৮৬ রান করলেই ম্য়াত জিতে যাবেন বিরাট কোহলিরা। আরও একটি বড় সুযোগ রয়েছে ভারতের সামনে। ৪৩ বল অর্থাৎ ৭.১ ওভারে ভারত রান তুলে দিলে নেট রান রেটে নিউজিল্যান্ড তো বটেই, আফগানিস্তানকেও ছাপিয়ে যাবে টিম ইন্ডিয়া।


শুক্রবার টস জেতেন বিরাট কোহলি। জন্মদিনে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার। কোহলি নিজে এতটাই অবাক যে, হাসতে হাসতে বলে দেন যে, এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ হলে ভাল হতো। টস জিতে প্রথমে ফিল্ডিং করা নিয়ে দুবার ভাবেননি কোহলি। কারণ, প্রথমে ফিল্ডিং করে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে দ্রুত সেই রান তুলে দিলে রান রেটে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে ভারতের ।


অধিনায়কের সেই সিদ্ধান্তের মর্যাদা দিলেন ভারতীয় বোলাররা। বরুণ চক্রবর্তী ফিট হয়ে যাওয়ায় এদিন শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনারকে খেলায় ভারত ।


দুরন্ত শামি-জাডেজারা, মাত্র ৮৫ রানে শেষ স্কটল্যান্ড, সহজ লক্ষ্য কোহলিদের


বল হাতে শুরু থেকেই ছিল ভারতীয় বোলারদের দাপট । ৪ ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন রবীন্দ্র জাডেজা। মহম্মদ শামি ৩ ওভারে ১৫ রান খরচ করে তিন উইকেট নেন । যার মধ্যে তাঁর এক ওভারে একটি রান আউট সহ পরপর তিন বলে তিন উইকেট পড়ে। ২ উইকেট যশপ্রীত বুমরার। এক উইকেট নিয়েছেন অশ্বিন ।