নয়াদিল্লি:চোট সারিয়ে দলে ফিরেছেন ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম সেরা হাতিয়ার জসপ্রিত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় দলে কামব্যাক করেছেন তিনি। শুক্রবার চুটিয়ে নেটে অনুশীলন করলেন বুমরাহ। চোট সারিয়ে কতটা ফিট হয়ে উঠেছেন তিনি, তার আভাস নেটে তাঁর অনুশীলন থেকেই মিলেছে। ধারাবাহিকভাবে তীব্র গতির বাউন্সারে স্টাম্প ছিটকে দিতে গেল তাঁকে।
আগামীকাল রবিবার গুয়াহাটি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহর প্রত্যাবর্তন এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
বিসিসিআই বুমরাহর অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিও-তে দেখা যাচ্ছে দুটো স্টাম্প রেখে বল করছেন বুমরাহ। একটি তীব্র গতির ইয়র্কার ছিটকে দিল স্টাম্প।




গত জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে পিঠে চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন বুমরাহ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে দলে ফেরানো হয়েছে তাঁকে। অনুশীলনে তাঁকে তাঁর পরিচিত ছন্দে বোলিং করতে দেখা গেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী একদিনের সিরিজের দলেও রয়েছেন বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের পর হবে ওই একদিনের সিরিজ।
২০১৯-এ তিন ফরম্যাটেই ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হ্যাটট্রিকও করেছিলেন তিনি।
২০১৯ আইসিসি ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে এক নম্বর ও টেস্টে ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছেন ২৬ বছরের বুমরাহ।
ভারতের হয়ে এখনও পর্যন্ত ১২ টেস্ট, ৫৮ একদিনের ম্যাচ ও ৪২ টি ২০ ম্যাচ খেলে যথাক্রমে ৬২,১০৩ ও ৫১ উইকেট নিয়েছেন তিনি।