মোহালি: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন দাপট ভারতীয় (Ind vs SL) ব্যাটারদের। প্রথম দিন পুরো ৯০ ওভার খেলা হয়নি। ৮৫ ওভারের পরই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। তবে তার মধ্যেই ভারতের স্কোর সাড়ে তিনশো পার হয়ে গিয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দিনের খেলার শেষে ভারতের স্কোর ৩৫৭/৬। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা (৪৫ ব্যাটিং) ও আর অশ্বিন (১০ ব্যাটিং)। বড় স্কোরের পথে ভারত।


উৎসবের মঞ্চ তৈরি ছিল বিরাট কোহলির (Virat Kohli) জন্য। একশোতম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন কিং কোহলি। তার ওপর প্রথম দিনই ব্যাট করছে ভারত। ব্যাটিং করলেন বিরাটও।


কিন্তু বিরাট-মঞ্চ আলোকিত হল এক তরুণ তুর্কির ব্যাটে। তিনি, ঋষভ পন্থ (Rishabh Pant)। মোহালিতে যিনি শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল। তবে যতক্ষণ ক্রিজে ছিলেন মাঠ মাতালেন। বিরাট ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন। বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন। ভক্তরা আশায় বুক বেঁধেছিল। হয়তো কাটবে সেঞ্চুরির খরা। দু'বছরেরও বেশি সময় টেস্ট সেঞ্চুরি নেই। শেষ সেঞ্চুরি বাংলাদেশের বিরুদ্ধে। ইডেনে। ২০১৯ সালের নভেম্বরে। নৈশালোকে গোলাপি বলের টেস্টে। তারপর থেকে বারবার আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন। তিন অঙ্কে পৌঁছনো হয়নি বিরাটের। শুক্রবার ৪৫ রান করে ফিরলেন তিনি।


কিন্তু অদম্য মানসিকতা নিয়ে ব্যাটিং করলেন ঋষভ। শুরু করেছিলেন সতর্কভাবে। এক সময় ৩৬ বলে করেছিলেন ২২ রান। হাফসেঞ্চুরি ৭৫ বলে। কিন্তু তারপরই যেন খোলস ছেড়ে বেরলেন। মাঠে ব্যাট হাতে ধরা দিলেন নির্মম মেজাজে। ৯৭ বলে ৯৬ রান করে ফিরলেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। অর্থাৎ, শেষ ২২ বলে করলেন ৪৬ রান।


রান পেয়েছেন হনুমা বিহারীও। তিন নম্বরে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করেন তিনি। আউট হন ৫৮ রান করে। দুই ওপেনার রোহিত ও ময়ঙ্ক অগ্রবাল ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়েছেন। রোহিত ২৯ ও ময়ঙ্ক ৩৩ রান করে ফেরেন। দুজনে পরপর আউট হওয়ার পর তৃতীয় উইকেটে কোহলি ও হনুমা ৯০ রান যোগ করেন। তারপর ম্যাচ জুড়ে শুধু পন্থের ব্যাটিং ঝড়।