মোহালি: বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া (Team India)। মোহালিতে মাত্র তিন দিনের মধ্যে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা (Rohit Sharma)।
ভারতের ইনিংসের ৫৭৪/৮ (ডিক্লেয়ার) স্কোরের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৭৪ রানে। প্রতিপক্ষকে কোনওরকম রেয়াত না করে ফলো অন করান রোহিত শর্মা। সাধারণত এখন অধিনায়করা ফলো অন করানোর দিকে যেতে চান না। কারণ, তাঁদের মনে হয়, ফলো অন না করিয়ে নিজেরা কিছুক্ষণ ব্যাটিং করে নিলে বোলাররা প্রয়োজনীয় বিশ্রাম পেয়ে যাবেন। পাশাপাশি ২০০১ সালের ইডেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন করে ভি ভি এস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের সেই মহাকাব্যিক পার্টনারশিপে ভর করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের ঐতিহাসিক জয়ের পর থেকে ফলো অন করানোর আগে অধিনায়কেরা দুবার ভাবেন।
কিন্তু আগ্রাসী রোহিত শ্রীলঙ্কাকে দুরমুশ করার সুযোগ হাতছাড়া করেননি। বিশাল রানের লিড থাকায় তিনি ফলো অন করান শ্রীলঙ্কাকে। ভারতীয় বোলাররা অধিনায়কের সেই আস্থার মর্যাদা দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লড়াই করেছিলেন একমাত্র পাথুম নিসাঙ্কা। ১৩৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে যেটুকু যা লড়াই করলেন নিরোশন ডিকাওয়েলা। ৮১ বলে ৫১ রানে অপরাজিত রইলেন। বাকিরা আর কেউই ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
রবিবার সারাদিনে পড়ল ১৬ উইকেট। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৬০ ওভারে। ভারতীয় বোলারদের মধ্যে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা ৪টি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট মহম্মদ শামির। দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন জাডেজা। যিনি ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। পাশাপাশি বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট।