ইন্দোর: বৃষ্টির জন্য ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চলতি তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে। আজ দ্বিতীয় ম্যাচে হোলকার স্টেডিয়ামে দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে।
গত রবিবার গুয়াহাটির বরসাপারা ক্রিকেট গ্রাউন্ডে শুধুমাত্র টসই হয়েছিল। তারপর বৃষ্টি নামে। জল চুইয়ে পিচের কিছু অংশ ভিজে যাওয়ায় খেলা শুরু করা যায়নি। পিচ শুকোতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা হলেও তা কাজে আসেনি। সেক্ষেত্রে সিরিজের টক্কর কার্যত শুরু হচ্ছে ইন্দোরে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পর কিছুটা বিরতি পেয়েছিল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও যে মেন ইন ব্লু ব্রিগেডই ফেভারিট তা আর বলার অপেক্ষা রাখে না।
গুয়াহাটির মতো এখানেও টিম ম্যানেজমেন্ট ও ভারতীয় দলের সমর্থকদের নজর থাকবে কামব্যাক ম্যান জসপ্রিত বুমরাহর দিকে। চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। গত জুলাই-অগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পিঠের সমস্যার জন্য আর খেলতে পারেননি বুমরাহ। চোট সারিয়ে ফের চেনা বিধ্বংসী মেজাজে বুমরাহকে দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা।
বুমরাহর প্রত্যাবর্তনের পাশাপাশি সিরিজের বাকি দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁহাতি ওপেনার শিখর ধবনের কাছে। তিনি হাঁটুর চোট সারিয়ে দলে ফিরেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ভারতীয় স্কোয়াডে ছিলেন না তিনি। বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজে চেনা ছন্দে দেখা যায়নি টিম ইন্ডিয়ার ‘গব্বর’। এজন্য বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে সম্প্রতি রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বোলিং বিভাগে দলে নেই মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও দীপক চাহরের মতো বোলার। এই পরিস্থিতিতে বুমরাহর সঙ্গে নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর ডেথ ওভারগুলিতে চাপের মোকাবিলা কীভাবে করেন, তা দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। তার আগে দলে নিজের পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়ার বাড়তি তাগিদ থাকবে স্পিনার ওয়াশিংটন সুন্দরের কাছে।
হার্দিক পান্ড্যর অনুপস্থিতিতে শিবম দুবে ব্যাটে ও বলে কেমন পারফর্ম করেন, সেদিকেও নজর থাকবে টিম ম্যানেজমেন্টের।
নজর থাকবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের দিকেও। প্রত্যাশিত পারফরম্যান্স করা পন্থের কাছে এখন অত্যন্ত জরুরি। কারণ, সঞ্জু স্যামসন ইতিমধ্যেই রয়েছেন রিজার্ভ বেঞ্চে।
শ্রীলঙ্কার ক্ষেত্রে সিরিজের বাকি দুটি ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজের পারফরম্যান্সের দিকে নজর খাতবে। কারণ, ২০১৮-র অগস্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ ম্যাচের পর আর কোনও সংক্ষিপ্ততম ফরম্যাটের ম্যাচ খেলেননি তিনি।
শেষ টি ২০ সিরিজে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার কাছে ০-৩ হেরেছে।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ১৭ টি ২০ ম্যাচ খেলা হয়েছে। ভারত জিতেছে ১১ টিতে।
টি ২০ সিরিজ: গুয়াহাটিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পর ইন্দোরে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা
ABP Ananda web desk
Updated at:
07 Jan 2020 10:17 AM (IST)
বৃষ্টির জন্য ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চলতি তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে। আজ দ্বিতীয় ম্যাচে হোলকার স্টেডিয়ামে দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে।
গত রবিবার গুয়াহাটির বরসাপারা ক্রিকেট গ্রাউন্ডে শুধুমাত্র টসই হয়েছিল। তারপর বৃষ্টি নামে। জল চুইয়ে পিচের কিছু অংশ ভিজে যাওয়ায় খেলা শুরু করা যায়নি। পিচ শুকোতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা হলেও তা কাজে আসেনি। সেক্ষেত্রে সিরিজের টক্কর কার্যত শুরু হচ্ছে ইন্দোরে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -