IND vs SL, 2nd Test: দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে অক্ষর পটেল, ছাড়া হল কুলদীপকে

IND vs SL, 2nd Test: চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার দ্বিতীয় টেস্টে দলে ঢকে পড়লেন তিনি। বদলে ছেড়ে দেওয়া হল কুলদীপ যাদবকে।

Continues below advertisement

মোহালি: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় এসেছে। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ঢুকে পড়লেন অক্ষর পটেল (axar patel)। চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার দ্বিতীয় টেস্টে দলে ঢকে পড়লেন তিনি। বদলে ছেড়ে দেওয়া হল কুলদীপ যাদবকে (kuldeep yadav)। তাঁকে অক্ষর পটেলের ব্যাক স্পিনার হিসেবেই দলে নেওয়া হয়েছিল। টিম ম্যানেজমেন্ট মনে করছে যে দলে চারজন বাঁহাতি স্পিনার রাখার কোনও দরকার নেই। দলে রবীন্দ্র জাদেজা ও সৌরভ কুমারও রয়েছেন। এছাড়াও রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব।

Continues below advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণার সময়ই বোর্ডের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে, অক্ষর পটেল রিহ্যাবে রয়েছেন। তাঁকে ফিটনেস টেস্ট দিতে হবে। সেখানে পাশ করলে তবেই একমাত্র মিলবে দলে ঢোকার ছাড়পত্র। সেই মতো ফিটনেস টেস্টে পাশ করেই দলে ঢুকে পড়লেন অক্ষর। 

বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া (Team India)। মোহালিতে মাত্র তিন দিনের মধ্যে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

ভারতের ইনিংসের ৫৭৪/৮ (ডিক্লেয়ার) স্কোরের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৭৪ রানে। প্রতিপক্ষকে কোনওরকম রেয়াত না করে ফলো অন করান রোহিত শর্মা।

কিন্তু আগ্রাসী রোহিত শ্রীলঙ্কাকে দুরমুশ করার সুযোগ হাতছাড়া করেননি। বিশাল রানের লিড থাকায় তিনি ফলো অন করান শ্রীলঙ্কাকে। ভারতীয় বোলাররা অধিনায়কের সেই আস্থার মর্যাদা দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লড়াই করেছিলেন একমাত্র পাথুম নিসাঙ্কা। ১৩৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে যেটুকু যা লড়াই করলেন নিরোশন ডিকাওয়েলা। ৮১ বলে ৫১ রানে অপরাজিত রইলেন। বাকিরা আর কেউই ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

রবিবার সারাদিনে পড়ল ১৬ উইকেট। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৬০ ওভারে। ভারতীয় বোলারদের মধ্যে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা ৪টি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট মহম্মদ শামির।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola